বাজারের মধ্যে বেধড়ক মারধর বাংলা ধারাবাহিকের অভিনেতাকে !
Last Updated:
#কলকাতা: বাংলা ধারাবাহিকের অভিনেতা সায়ক চক্রবর্তীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ৷ অভিনেতা জানিয়েছেন, গতকাল রাতে তিনি ও তাঁর বন্ধু গড়িয়া স্টেশন সংলগ্ন বাজারে গিয়েছিলেন ৷ সে সময় বাজারের পার্কিং লটে তিনি তাঁর স্কুটার রেখে বাজার করছিলেন ৷ আচমতকাই দেখতে পান, এক দল মদ্যপ দুষ্কৃতী তাঁরে স্কুটারে ভাঙচুর চালাচ্ছে ৷
এই ঘটনা দেখতে পেয়েই ছুটে আসেন তাঁরা ৷ কেন তাঁদের স্কুটার ভাঙা হল, জিজ্ঞাসা করাতেই অভিনেতার উপর চড়াও হন দুষ্কৃতীরা ৷ চলে এলোপাথারি মারধর ৷ সঙ্গে চলে চড়়-থাপ্পড় অস্রাব্য গালিগালাজ। এমনকী একটি মোটা গাছের ডাল দিয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয় ৷ সেই আঘাতের কারণে তাঁর বুকে বেশ যন্ত্রণা শুরু হয় ৷ অভিনেতা আরও জানিয়েছেন, যে শুধুই তাঁকে মারধর করেই ক্ষান্ত থাকেননি দুষ্কৃতীরা ৷ মারধর করা হয়েছে বাজারের আরও কয়েকজনকে ৷ ভাঙচুর চালানো হয় আর কিছু গাড়ি এবং দোকান ৷ এক্কেবারে ফিল্মি কায়দায় গতকাল রাতে গড়িয়া স্টেশন সংলগ্ন বাজার দাপিয়ে বেড়াল কয়েকজন দুষ্কৃতী ৷
advertisement
সায়কের দাবি, পাটুলি থানায় অভিযোগ জানান হলেও পুলিশ ঘটনাস্থলে আসতে অস্বীকার করেন। পুলিশের বক্তব্য, “এলাকাটি সোনারপুর থানার অন্তর্গত। তাই তারা কিছু করতে পারবেন না।” পুলিশ আসতে না চাইলে সায়ক ফেসবুক লাইভের মাধ্যমে গোটা ঘটনাটি সবার কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন ৷ সেই ফেসবুক লাইভে দেখা গিয়েছে, কেমনভাবে প্রকাশ্যে বাজারে ভাঙচুর চালাচ্ছে জনাকয়েক দুষ্কৃতী ৷ ছুটছে গালির ফোয়ারা ৷
advertisement
advertisement
গড়িয়া বাজার সংলগ্ন ওই রাস্তায় ঝামেলা নিত্যদিনের। স্থানীয় কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে হামেশাই দাদাগিরির অভিযোগ তোলেন স্থানীয়রা। এলাকায় এর আগেও বেশ কয়েকটি খুনের ঘটনাও ঘটেছে। এরই মধ্যে ভরা বাজারে অবাধ দুষ্কৃতী তাণ্ডব নিয়ে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মনে।
ফোনে সায়ক জানান, গতকাল রাতে হাসপাতালে চিকিৎসা করানোর পর, থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন ৷ বুকের যন্ত্রণায় গতকাল রাতে ঘুম হয়নি একেবারেই ৷ তিনি বলেন,‘‘২০১৮ সালেও এক্কেবারে প্রকাশ্যে, গড়িয়ার মতো জায়গায় এমন ঘটনা ঘটছে, এটা লজ্জাজনক ৷ এর প্রতিকার হওয়া প্রয়োজন ৷’’
advertisement
উল্লেখ্য,সায়ককে ‘বয়েই গেল’,‘হয়তো তোমারই জন্য’ ধারাবাহিকে দেখা গিয়েছে ৷ এই মুহুর্তে‘মহাপ্রভু শ্রীচৈতন্য ধারাবাহিক’শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করছেন সায়ক ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2018 10:09 AM IST