Manoj Mitra: গুরুতর অসুস্থ, হার্ট কাজ করছে না... অত্যন্ত আশঙ্কাজনক নাট্যকার মনোজ মিত্র
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
এ-বছরের শুরুতেই বুকে প্রেসমেকার বসেছিল মনোজ মিত্রের। তারপর সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি।
কলকাতা: অত্যন্ত আশঙ্কাজনক টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা জনপ্রিয় নাট্যকার মনোজ মিত্র। সল্টলেকের ক্যালকাটা হার্ট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন এই মুহূর্তে। শুক্রবার বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে তাঁকে ভর্তি করানো হয়। শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ার রক্তচাপ খুবই কমে গিয়েছে। এখনও তিনি আচ্ছন্ন, বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন। আগামী ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা জনপ্রিয় নাট্যকার মনোজ মিত্রর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷
চলতি বছরে এ নিয়ে তিনবার হাসপাতালে ভর্তি হলেন নাট্য-নির্দেশক৷ দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যা ছিল তাঁর৷ সেই সময় পরীক্ষা করে দেখা যায়, হার্টের সমস্যা রয়েছে৷ সেই মতোই অভিনেতার পেস মেকার বসানো হয়৷ সেই সময় চিকিৎসক সরোজ মন্ডলের তত্ত্বাবধানেই চিকিৎসা চলেছিল অভিনেতার৷ ভেন্টিলেশনে রাখা হয়নি। আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। তাঁর শারীরিক অসুস্থতার খবর শুনে সকলেই দ্রুত সুস্থতার প্রার্থনা করছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন: মোবাইলের নেশায় আসক্ত বাড়ির খুদে? এই ৫ টিপস্ কাজে লাগান, নিজে থেকেই ফোন দেখা ছেড়ে দেবে সন্তান
এ-বছরের শুরুতেই বুকে প্রেসমেকার বসেছিল মনোজ মিত্রের। তারপর সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি। প্রথম নাটক মৃত্যুর চোখে জল লেখেন ১৯৫৯ সালে। চাকভাঙা মধু নাটকের মাধ্যমেই নাট্য জগতে পা রাখেন। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির দায়িত্বও পেয়েছিলেন। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, তপন সিনহা, তরুণ মজুমদার, গৌতম ঘোষের পরিচালনায় অভিনয় করেছেন দাপটের সঙ্গে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Sep 23, 2024 4:02 PM IST









