Bonny Sengupta: মুখে কুলুপ, প্রবল চাপে বনি! ফের ইডি দফতরে হাজিরা অভিনেতার

Last Updated:

প্রথম দিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেও এ দিন ইডি দফতরে ঢোকার সময় কোনও প্রশ্নেরই উত্তর দেননি বনি৷

কলকাতা: ফের ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের থেকে ৪০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল বনির বিরুদ্ধে৷ গত ৯ মার্চ তাঁকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি৷
বনি প্রথম দিনের জিজ্ঞাসাবাদে দাবি করেছিলেন, সিনেমা করার অগ্রিম হিসেবে কুন্তলের থেকে গাড়ি কেনার জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি৷ এ দিন সেই গাড়ি কেনার কাগজপত্র নিয়ে বনি ফের হাজিরা দিতে বলা হয়েছিল বনিকে৷ সঙ্গে তাঁর বিদেশযাত্রা সংক্রান্ত তথ্য এবং নথিও নিয়ে আসতে বলা হয়েছিল৷ সূত্রের খবর, এ দিন সেই নথি নিয়ে এসেছেন বনি৷
advertisement
advertisement
প্রথম দিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেও এ দিন ইডি দফতরে ঢোকার সময় কোনও প্রশ্নেরই উত্তর দেননি বনি৷ তিনি কুন্তল ঘোষের থেকে নেওয়া টাকা ফেরত দেবেন কি না, সেই প্রশ্নও করা হয়েছিল বনিকে৷ সেই প্রশ্নেরও জবাব দেননি অভিনেতা৷
advertisement
বনি দাবি করেছিলেন, কুন্তল সিনেমায় অভিনয় করার জন্য তাঁকে অগ্রিম বাবদ ওই টাকা দিয়ে সাহায্য করেছিলেন৷ যদিও সেই টাকা সরাসরি গাড়ির ডিলারকে দিয়েছিলেন কুন্তল৷ সিনেমা না হওয়ায় তিনি তার বিনিময়ে কুন্তলের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন বলেও দাবি করেছিলেন বনি৷ সকাল ১১টায় আসতে বলা হলেও ১২টার সময় ইডি দফতরে পৌঁছন অভিনেতা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bonny Sengupta: মুখে কুলুপ, প্রবল চাপে বনি! ফের ইডি দফতরে হাজিরা অভিনেতার
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement