Abhishek Banerjee: পুজোয় নিবিড় জনসংযোগের বার্তা অভিষেকের, দূরত্ব মিটিয়ে বাড়ি বাড়ি প্রচারে যাওয়ার নির্দেশ সাংগঠনিক বৈঠকে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
পুজোর আগে শেষ বৈঠক। অন্যান্য দিনের মতোই জেলা নেতৃত্বকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন। সেই সঙ্গে সরকারের উন্নয়নমূলক প্রচারেও জোর দিতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আবীর ঘোষাল, কলকাতা: পুজোর আগে মঙ্গলবার শেষ জেলা সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বসিরহাট-যাদবপুর-ডায়মন্ড হারবারের নেতৃত্বকে নিয়ে বৈঠক সারেন তিনি। পুজোর আগে শেষ বৈঠক। অন্যান্য দিনের মতোই জেলা নেতৃত্বকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন। সেই সঙ্গে সরকারের উন্নয়নমূলক প্রচারেও জোর দিতে বলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। আলোচনা হয় জেলার টাউন ব্লক সভাপতি পরিবর্তন ও পরিমার্জন নিয়েও। বিজেপির চক্রান্তের রাজনীতির বিরুদ্ধে আরও প্রচার ও মানুষের কাছে যাওয়ার বার্তা দেওয়া হয়।
বসিরহাট সাংগঠনিক জেলার বৈঠক থেকে অভিষেকের বার্তা, ‘‘SIR নিয়ে সতর্ক থাকতে হবে, দেখতে হবে একটা বৈধ ভোটারও যাতে বাদ না যায়। পরিযায়ী শ্রমিকদের কোন তালিকা আপনাদের কাছে কি আছে? যদি না থাকে সেই তালিকা তৈরি করুন। তাদের ফোন নাম্বার জোগাড় করুন। কোনও সমস্যায় অন্য রাজ্যে পড়ছে কিনা খবর রাখুন। তাদের সমস্যায় পড়লে সমাধান করুন না পারলে যে নেতৃত্বে আছে তাদের সাহায্য নেবেন।ববৈঠকে বলা হয়েছে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করুন।’’
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘‘বাড়িতে বসে না থেকে পুজোর আগে এবং পরে প্রতিটি বাড়িতে প্রচার করুন। উৎসবের সময় প্রতিটি পুজো কমিটির সঙ্গে নিবিড় যোগাযোগ রাখুন। বসিরহাটের নেতাদের বলা হয়েছে আপনাদের এলাকায় সাংসদ নেই, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভোট পিছিয়ে দিচ্ছে । লোকসভা উপনির্বাচন এবং বিধানসভা ভোট এক সঙ্গে হতে পারে। তার জন্য প্রস্তুতি শুরু করুন। সীমান্তবর্তী এলাকাতে সদা সতর্ক নজর রাখুন। সমস্ত সম্প্রদায়ের মানুষ যাতে পুজোর সময় একসাথে উৎসব উদযাপন করতে পারে তার দিকে কড়া নজর রাখবেন। কিছু বিভেদগামী শক্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে। সতর্ক নজর রাখুন। অন্যদিকে যাদবপুর এবং ডায়মন্ড হারবার সংগঠনিক জেলার বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, যে সামাজিক অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উদ্যোক্তাদের পাশে থাকবেন। ডায়মন্ড হারবার এবং লোকসভা কেন্দ্রের যে সব পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করেন । তাদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন।’’
advertisement
অভিষেকের বার্তা, নির্বাচন একটি যুদ্ধ, অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনও জায়গা নেই এটা মাথায় রাখতে হবে। বাংলা এবং বাঙালি অস্মিতা নিয়ে উৎসবের সময় ও প্রচার করতে হবে। ভিন বাঙালিদের উপর আক্রমণকারী বিজেপি আসল ফারুক বাংলার মানুষের কাছে তুলে ধরতে হবে। বিজেপি সমস্ত ক্ষমতার প্রয়োগ করবে। এই সমস্ত বিষয়ে মাথা না ঘামিয়ে মানুষের পাশে থাকতে হবে। মানুষের সুবিধা অসুবিধার কথা মন দিয়ে শুনবেন। উৎসবের সময়ে বড় সভার কোন দরকার নেই। প্রয়োজনে পাড়া বৈঠক করুন। যে কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো আগে করুন। আমার এলাকা ওনার এলাকা বলে ভাগাভাগি করবেন না। তৃণমূল কংগ্রেস ৩৬৫ দিন মানুষের পাশে থাকে পুজোর সময়ও মানুষের পাশে থাকতে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 11:56 AM IST