Abhishek Banerjee Vs Suvendu Adhikari: কাঁথি বনাম ডায়মন্ড হারবার, ৩ ডিসেম্বর যুযুধান অভিষেক-শুভেন্দু! আলোড়িত বঙ্গ রাজনীতি

Last Updated:

Abhishek Banerjee Vs Suvendu Adhikari: যেহেতু শুভেন্দু বাড়ির নাগালের মধ্যে এসে অভিষেক সভা করবেন তাই পাল্টা তাঁর লোকসভা কেন্দ্রে সভা করবেন শুভেন্দু।

যুযুধান
যুযুধান
#কলকাতা: এ যেন যুযুধান দুই পক্ষ। একজনের গন্তব্য কাঁথি, অপরজনের ডায়মন্ড হারবার। একজন কাঁথির ভূমিপুত্র তথা রাজ্যের বিরোধী দলনেতা অপরজন, ডায়মন্ড হারবারের সাংসদ তথা রাজ্যের শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ ডিসেম্বর কাঁথিতে সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা অভিষেকের ঘোষিত কর্মসূচি। এই কর্মসূচির কথা জানতে পেরেই এবার পাল্টা ডায়মন্ডহারবারে সভা করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
যেহেতু শুভেন্দু বাড়ির নাগালের মধ্যে এসে অভিষেক সভা করবেন তাই পাল্টা তাঁর লোকসভা কেন্দ্রে সভা করবেন শুভেন্দু। ফলে রাজ্য রাজনীতিতে ডিসেম্বর ডেডলাইন জমজমাট হয়ে উঠতে চলেছে। যদিও অভিষেকের সভা রুখতে বিরোধী দলনেতা মামলা দায়ের করলেন কলকাতা হাইকোর্টে। অভিষেক কিন্তু শুভেন্দুর সভা আটকাতে মামলা দায়ের এখনও করেননি। তাহলে কি অভিষেককে ভয় পাচ্ছেন শুভেন্দু?‌ উঠছে প্রশ্ন।
advertisement
advertisement
কেন অভিষেককে আটকাতে মরিয়া শুভেন্দু?‌ কাঁথিতে অভিষেকের সভা নিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের অভিযোগ, এই সভা করার মধ্যে দিয়ে তাঁর পরিবারের সদস্যদের হেনস্থা করা হবে। তাই বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা করার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। তাই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। এমনকী বিষয়টি নিয়ে স্থানীয় থানা এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। তবে শুভেন্দুকে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আজ দুপুর ২টোর সময় শুনানি হওয়ার কথা রয়েছে।
advertisement
বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তাই উন্নয়নকে সামনে রেখেই মাঠে নামতে চায় শাসক তৃণমূল। অপরদিকে, দুর্নীতিকে ইস্যুকে করে তৃণমূলকে কোনঠাসা করতে মরিয়া বিজেপি। এই পরিস্থিতিতে অভিষেক–শুভেন্দুর সভা পারদ চড়াচ্ছে রাজ্য রাজনীতিতে। পূর্ব মেদিনীপুরে একের পর এক কর্মসূচি নিয়ে শুভেন্দুকে চাপে রাখা হচ্ছে বলে দাবি শাসকদলের। এই প্রেক্ষাপটে দুই হেভিওয়েট নেতার পরস্পরের ঘাঁটিতে সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee Vs Suvendu Adhikari: কাঁথি বনাম ডায়মন্ড হারবার, ৩ ডিসেম্বর যুযুধান অভিষেক-শুভেন্দু! আলোড়িত বঙ্গ রাজনীতি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement