বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে আসরে তৃণমূল, আগামিকাল আগরতলায় অভিষেক

Last Updated:

আগামিকাল বৃহস্পতিবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায়।

#কলকাতা: আগামিকাল বৃহস্পতিবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায়। আগরতলায় তৃণমূলের হয়ে সমীক্ষার কাজ করতে যাওয়া প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাকের কর্মীদের গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে আগরতলা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজই আগরতলা পৌঁছে যাবেন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দোপাধ্যায়। বাংলায় বিজেপিকে রুখে দেওয়ার পর এবার ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস।
ত্রিপুরায় যে বিজেপি-র পায়ের তলার জমি কোর্টের তারা মরিয়া, আই প্যাক কর্মীদের আটকে রাখার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে তা বুঝিয়ে দিতে চাইছে তৃণমূল নেতৃত্ব। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রা ত্রিপুরা যাবেন। তারপর অভিষেক নিজেই আগরতলা যাওয়ার সিদ্ধান্ত নেন। আগরতলায় আই প্যাক কর্মীদের গৃহবন্দি করে রাখা নিয়ে এ দিন দিল্লিতেও সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
advertisement
ত্রিপুরায় ২০২৩ সালে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের হয়ে সমীক্ষা করতে আগরতলায় যায় আই প্যাকের একটি দল। অভিযোগ করোনা বিধিনিষেধের অজুহাতে তাদের আগরতলার হোটেল থেকে বেরোতে দিচ্ছে না পুলিশ। যদিও তাদের প্রত্যেকের কাছেই করোনা নেগেটিভ রিপোর্ট ছিল। সোমবারই বিষয়টি নিয়ে সরব হয় ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। এর পরই বিষয়টি নিয়ে রাজনৈতিক ভাবে প্রতিবাদে নামার সিদ্ধান্ত নেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। অভিষেক নিজে ট্যুইট করে অভিযোগ করেন, তৃণমূলকে ভয় পেয়েই আই প্যাকের কর্মীদের হেনস্থা করছে বিপ্লব দেব সরকারের পুলিশ। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আই প্যাক কর্মীদের হেনস্থার প্রতিবাদ করার পাশাপাশি স্থানীয় তৃণমূল কর্মীদের উদ্বুদ্ধ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
Kamalika Sengupta 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে আসরে তৃণমূল, আগামিকাল আগরতলায় অভিষেক
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement