Abhishek Banerjee: তাঁকে নিয়ে অনেক জল্পনা, নিজেই ইতি টানলেন অভিষেক! নজরে ১৬ ফেব্রুয়ারি

Last Updated:

খ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দিনই যেভাবে অভিষেকের সাংগঠনিক বৈঠকের কথা প্রকাশ্যে এল, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: রেড রোডের ধরনা মঞ্চে তাঁর অনুপস্থিতিতে ঘিরে নানা জল্পনা ছড়িয়েছিল৷ যদিও কলকাতায় ফিরেই ফের লোকসভা ভোট নিয়ে পুরোদমে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
তৃণমূল সূত্রে খবর, আগামী ১৬ ফেব্রুয়ারি দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করতে চলেছেন অভিষেক৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই বৈঠক হলেও দলের ব্লক সভাপতি থেকে শুরু করে সমস্ত বিধায়ক এবং সাংসদরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন৷
advertisement
advertisement
লোকসভা নির্বাচনের আগে এটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক হতে চলেছে বলেই তৃণমূল সূত্রে খবর৷ ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমানের মতো কয়েকটি জেলার নেতাদের নিয়ে আলাদা করে বৈঠক করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কালীঘাটে জেলা ধরে ধরে কয়েকটি বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেকও৷
গতকাল সকালেই কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এর পরই কালীঘাটে নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি৷ দু জনের মধ্যে দীর্ঘক্ষণ কথাও হয়৷ যদিও সেই আলোচনার বিষয়বস্তু এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি৷
advertisement
তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দিনই যেভাবে অভিষেকের সাংগঠনিক বৈঠকের কথা প্রকাশ্যে এল, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷ সূত্রের খবর, দলের নিচুতলায় বুথ স্তর, ব্লক স্তরের সঙ্গে যাতে বিধায়ক, সাংসদদের সমন্বয় ঠিক থাকে, লোকসভা নির্বাচনের আগে বৈঠক করে সেই বিষয়টিই নিশ্চিত করতে চান অভিষেক৷ এর আগেও অবশ্য অভিষেক বার বারই বলেছেন, লোকসভা নির্বাচনে দল তাঁকে যে দায়িত্ব দেবে, যেখানে যেতে বলবে, তা করবেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: তাঁকে নিয়ে অনেক জল্পনা, নিজেই ইতি টানলেন অভিষেক! নজরে ১৬ ফেব্রুয়ারি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement