Abhishek Banerjee: তাঁকে নিয়ে অনেক জল্পনা, নিজেই ইতি টানলেন অভিষেক! নজরে ১৬ ফেব্রুয়ারি

Last Updated:

খ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দিনই যেভাবে অভিষেকের সাংগঠনিক বৈঠকের কথা প্রকাশ্যে এল, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: রেড রোডের ধরনা মঞ্চে তাঁর অনুপস্থিতিতে ঘিরে নানা জল্পনা ছড়িয়েছিল৷ যদিও কলকাতায় ফিরেই ফের লোকসভা ভোট নিয়ে পুরোদমে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
তৃণমূল সূত্রে খবর, আগামী ১৬ ফেব্রুয়ারি দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করতে চলেছেন অভিষেক৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই বৈঠক হলেও দলের ব্লক সভাপতি থেকে শুরু করে সমস্ত বিধায়ক এবং সাংসদরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন৷
advertisement
advertisement
লোকসভা নির্বাচনের আগে এটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক হতে চলেছে বলেই তৃণমূল সূত্রে খবর৷ ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমানের মতো কয়েকটি জেলার নেতাদের নিয়ে আলাদা করে বৈঠক করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কালীঘাটে জেলা ধরে ধরে কয়েকটি বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেকও৷
গতকাল সকালেই কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এর পরই কালীঘাটে নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি৷ দু জনের মধ্যে দীর্ঘক্ষণ কথাও হয়৷ যদিও সেই আলোচনার বিষয়বস্তু এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি৷
advertisement
তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দিনই যেভাবে অভিষেকের সাংগঠনিক বৈঠকের কথা প্রকাশ্যে এল, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷ সূত্রের খবর, দলের নিচুতলায় বুথ স্তর, ব্লক স্তরের সঙ্গে যাতে বিধায়ক, সাংসদদের সমন্বয় ঠিক থাকে, লোকসভা নির্বাচনের আগে বৈঠক করে সেই বিষয়টিই নিশ্চিত করতে চান অভিষেক৷ এর আগেও অবশ্য অভিষেক বার বারই বলেছেন, লোকসভা নির্বাচনে দল তাঁকে যে দায়িত্ব দেবে, যেখানে যেতে বলবে, তা করবেন তিনি৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: তাঁকে নিয়ে অনেক জল্পনা, নিজেই ইতি টানলেন অভিষেক! নজরে ১৬ ফেব্রুয়ারি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement