দীপাবলির সন্ধ্যায় হঠাৎ কালীঘাট মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়! পুজো দিয়ে বললেন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Abhishek Banerjee: সোমবার সকালেই কলকাতায় ফেরেন অভিষেক। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় দেখা যায় তাঁকে। দীর্ঘক্ষণ সেখানে ছিলেন তবে চোখের সমস্যার কারণে যজ্ঞের সামনে বসেননি তিনি।
#কলকাতা: চোখের অস্ত্রোপচার সেরেছেন সম্প্রতি আমেরিকাতে। গতকালই দেশে ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল গিয়েছে পারিবারিক কালীপুজো। আজ সন্ধ্যায় কালীঘাটে মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন অভিষেক। সন্ধে ৭ টা নাগাদ কালীঘাট মন্দিরে প্রবেশ করেন তিনি। তবে এইসময় মন্দিরে রাজনৈতিক প্রশ্ন করা হলে সুকৌশলে তা এড়িয়ে যান ডায়মন্ড হারবারের সাংসদ।
সোমবার সকালেই কলকাতায় ফেরেন অভিষেক। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় দেখা যায় তাঁকে। দীর্ঘক্ষণ সেখানে ছিলেন তবে চোখের সমস্যার কারণে যজ্ঞের সামনে বসেননি তিনি। এরপর মঙ্গলবার সন্ধেয় আচমকা কালীঘাট মন্দিরে হাজির হলেন অভিষেক। সেখানে পুজো দেন তিনি।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে ফেরার পথেই হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা দুধের গাড়িতে অভিষেকের গাড়ি ধাক্কা মারে। অভিষেকের গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জ্ঞান হারান তিনি। ওই দুর্ঘটনাতেই সাংসদের বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায়। তারপর থেকেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি। এর আগেও একাধিক শহরের হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর। কিন্তু সমস্যা মেটেনি। এবার আমেরিকায় গিয়ে অস্ত্রোপচার করিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
আমেরিকার হাসপাতালে গত ৫ অক্টোবর তাঁর চোখের পরীক্ষা হয়। দু’টি সমস্যা ধরা পড়ে। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ১২ অক্টোবর দু’জন শল্য চিকিৎসক অস্ত্রোপচার করেন। তারপর টানা ১৯ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণে ছিলেন তিনি। পরে বাড়ি ফেরার অনুমতি পাওয়ায় সোমবার সকালে কলকাতা ফেরেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2022 9:10 PM IST