Abhishek Banerjee: পঞ্চায়েতের মনোনয়নের শেষ দিনে বিরাট চ্যালেঞ্জ নিলেন অভিষেক, দৃপ্ত ভঙ্গিতে যা বললেন...

Last Updated:

Abhishek Banerjee: চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট৷ বুথে বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী থাকুক। ভোট তো মানুষ দেবে৷ তৃণমূলের ভোট গতবারের থেকে বাড়বে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতাঃ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে আদালত। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। তারই মধ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট৷ বুথে বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী থাকুক। ভোট তো মানুষ দেবে৷ তৃণমূলের ভোট গতবারের থেকে বাড়বে।”
গত ৮ জুন পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা। ওই দিন থেকেই নির্বাচনী বিধি জারি হয়েছে রাজ্যে। মনোনয়নের দিন স্থির হয় ৯-১৫ জুন। কিন্তু তারপর দিনই ভোটের বিজ্ঞপ্তি নিয়ে নানা আপত্তি তুলে কলকাতা হাইকোর্টে আলাদা আলাদা জনস্বার্থ মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। পরে অবশ্য পরে যোগ হয় আরও কিছু মামলা।
advertisement
আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় আবহাওয়ার ব্যাপক বদল, আজ থেকেই অতি ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়
এ দিকে নির্বাচনী কার্যকলাপ শুরুর পর থেকেই রাজ্যের একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করে৷ এমনকি মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় মৃত্যু ঘটে একাধিক রাজনৈতিক কর্মীর। যদিও কমিশনের রিপোর্টে মৃত্যুর উল্লেখ নেই বলেই সূত্রের খবর। রাজনৈতিক এই ডামাডোলের মধ্যে ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশকে বিরোধীরা নৈতিক জয় বলে দাবি করছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন মামলার শুনানির শুরুতে নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করে হাইকোর্ট। অশান্তি রুখতে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন প্রধান বিচারপতি। সন্ধে গড়াতেই কড়া নির্দেশ দেন। প্রধান বিচারপতির নির্দেশ, গোটা রাজ্যে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর করতে হবে নির্দেশ।
advertisement
আরও পড়ুনঃ বাড়ল পঞ্চায়েতের মনোনয়ন জমার সময়সীমা, হাইকোর্টের নির্দেশ মেনে শর্তসাপেক্ষে কমিশনের বিরাট নির্দেশ
যদিও কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে তৃণমূল শিবিরের বক্তব্য, ২০২১ সালের বিধানসভা ভোটেও কেন্দ্রীয় বাহিনী ছিল। যদিও বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ভোটে জয়লাভ করেছিল জোড়াফুল শিবির। এ দিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, ‘স্থানীয় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা নিয়ম কেন হবে?’ যদিও বিরোধীরা তীব্র কটাক্ষ করতে শুরু করেছে বাংলার শাসক দলকে।
advertisement
ABIR GHOSHAL
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: পঞ্চায়েতের মনোনয়নের শেষ দিনে বিরাট চ্যালেঞ্জ নিলেন অভিষেক, দৃপ্ত ভঙ্গিতে যা বললেন...
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement