Abhishek Banerjee: ‘ওরা ভয় পেয়েছে...’, অভিষেককে ED-র জিজ্ঞাসাবাদের মাঝেই ’ইঙ্গিতপূর্ণ’ পোস্ট তৃণমূলের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
সূত্রের খবর, অবশেষে শেষ হয়েছে তাঁর প্রথম দফার জিজ্ঞাসাবাদ৷ এদিন প্রথম দফায় অভিষেককে প্রায় আড়াই ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর৷ ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদও৷
কলকাতা: তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডির সমনের দিনই ইঙ্গিতপূর্ণ পোস্ট করল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস৷ সেই পোস্টে লেখা হল, ‘কোনটা সত্যি!… ওরা ভয় পেয়েছে৷ আমরা নয়৷’ কালো রঙের প্রেক্ষাপটে ইংরেজিতে লেখা হয়েছে, ‘উই আর নট স্কেয়ার্ড’, যেখানে ‘স্কেয়ার্ড’-এর শেষ দু’টি অক্ষর E এবং D লেখা লাল রঙে৷
বুধবার বিরোধী জোট ইন্ডিয়া-র সমন্বয় কমিটির প্রথম বৈঠকের দিনেই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি৷ দিন কয়েক আগে নিজেই কেন্দ্রের মোদি সরকারকে তুমুল কটাক্ষ করে সোশ্যাল মিডিয়া পোস্টে এ কথা জানিয়েছিলেন অভিষেক৷
এদিন বেলা ১১টা বেজে ৩৫ মিনিট নাগাদই ইডির ডাকে সাড়া দিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে ছিল নথিপত্র৷ কালো গাড়ির ভিতর থেকে হাতজোড় করে সাংবাদিকদের অভিবাদন করতেও দেখা যায় তাঁকে৷
advertisement
advertisement
The truth?
THEY are scarED. pic.twitter.com/6BsxmQQXh2
— All India Trinamool Congress (@AITCofficial) September 13, 2023
তার পরে কেটে গিয়েছে প্রায় ৫ ঘণ্টা৷ সূত্রের খবর, অবশেষে শেষ হয়েছে তাঁর প্রথম দফার জিজ্ঞাসাবাদ৷ এদিন প্রথম দফায় অভিষেককে প্রায় আড়াই ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর৷ ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদও৷
advertisement
অভিষেক ইডি দফতরে যাওয়ার আগেও একটি পোস্ট করা হয়েছিল তৃণমূলের তরফে। সেখানে অভিষেকের বক্তব্য তুলে ধরে লেখা হয়েছিল, ‘‘আমার সঙ্গে লড়াইয়ের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে বিজেপি। সিবিআই, ইডির মাধ্যমে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে আমাকে দমানো যাবে না। জনগণের সেবা থেকে আমাকে সরানো যাবে না। জনগণের কাছে পৌঁছনো থেকে আমাকে আটকানো যাবে না।’’
advertisement
ইডি সূত্রের খবর, সর্বপ্রথম ইডির জিজ্ঞাসাবাদে তাপস মণ্ডল তাঁর বয়ানে বলেছিলেন, সুজয় কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো মানিক ভট্টাচার্যের কাছে যেতেন। যেখানে ৩২৬ জনের লিস্ট দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ‘অভিষেককে সবসময় হ্যারাস করছে! কোনও প্রমাণ নেই’, ইডি-র সমন নিয়ে এবার বিস্ফোরক মমতা
তাপস মণ্ডলের কাছ থেকে কুন্তল ঘোষ টাকা তুলেছিল, সেই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। সেই তথ্য যাচাই করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বয়ান লিপিবদ্ধ করা হবে। সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল। সেই জিজ্ঞাসাবাদে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্সের নাম নিয়েছিলেন জিজ্ঞাসাবাদে।
advertisement
সেই জিজ্ঞাসাবাদে পরবর্তীতে ইডির অফিসিয়ালি প্রেস রিলিজ উল্লেখ করা হয়েছিল, লিপস অ্যান্ড বাউন্সের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি কি এখনও বর্তমানে সিইও পদে আছেন? নাকি সেই কোম্পানির সঙ্গে সমস্ত কাজ আগেই ছেড়ে দিয়েছেন? জানা গিয়েছে, এদিন এই বিষয় নিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে। সর্বশেষে কুন্তল ঘোষের চিঠি বিতর্ক নিয়েও অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Tripura,Tripura
First Published :
September 13, 2023 4:45 PM IST