'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

Last Updated:

Abhishek Banerjee: অভিষেকের কথায়, "নোটবন্দির কারণে কত মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেল। এর দায়িত্ব কার? বিজেপি ক্ষমতা ভোগ করছে দায়িত্ব বোধ ছাড়া। জবাবদিহি না থাকলে মানুষ কী করে কাজ করবে? গত ১০ বছরে বাংলা থেকে কত টাকা নিয়ে গিয়েছেন আর কত টাকা দিয়ে গিয়েছেন সেটা শ্বেতপত্র প্রকাশ করুক।"

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা: দেশের নরেন্দ্র মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন কর কাঠামো নিয়ে তিনি বলেন, “বিজেপির আসন কমেছে তাই জিএসটি কমেছে।”
অভিষেকের কটাক্ষ, “নোটবন্দির সময়ে একই জিনিষ হয়েছে। বিজেপির সিদ্ধান্তের কোনও দায়িত্ববোধ নেই। যদি দায়িত্ববোধ না থাকে আর কী হবে?” একইসঙ্গে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অভিষেকের মন্তব্য, “পহেলগাঁও-এর সময়ে বলেছিল, রক্ত আর জল এক সঙ্গে বইতে পারে না। তাহলে এখন কি করে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলল?”
advertisement
advertisement
অভিষেকের কথায়, “নোটবন্দির কারণে কত মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেল। এর দায়িত্ব কার? বিজেপি ক্ষমতা ভোগ করছে দায়িত্ব বোধ ছাড়া। জবাবদিহি না থাকলে মানুষ কী করে কাজ করবে? গত ১০ বছরে বাংলা থেকে কত টাকা নিয়ে গিয়েছেন আর কত টাকা দিয়ে গিয়েছেন সেটা শ্বেতপত্র প্রকাশ করুক। হাইকোর্ট টাকা দিতে বলেছে তাও গিয়েছে সুপ্রিম কোর্টে। আসলে ওঁরা চান যাতে মানুষ গলা টিপে মারা যায়। দুধ, বাচ্চার খাবার সবেতে জিএসটি। মায়েদের রান্নার জিরেতে জিএসটি। আর হিরেতে নেই। জিএসটি আরও কমবে। এরা ধর্মে ধর্মে বিভাজন করে ভোট জিতবে ভেবেছিল। বাংলার মানুষ এর জবাব দিয়েছে।”
advertisement
চন্দ্রনাথ সিনহা প্রসঙ্গে এদিন অভিষেক বলেন, “আমি জানি না৷ আমি তো ইডি’তে চাকরি করি না৷ আমি ভবিষ্যৎবাণী করি না। ইডি, সিবিআইয়ের গ্রহণযোগ্যতা যত কম বলা যায় ততই ভাল। বলা আর করার মধ্যে পার্থক্য আছে৷”
advertisement
বিজেপির বিরুদ্ধে তুমুল কটাক্ষ শানিয়ে অভিষেক আরও বলেন, “বিজেপিতে গেলেই সাতখুন মাফ। ওদের কাছে আছে দুটো E, আমাদের কাছে (M)3! নরেন্দ্র মোদি রাম মন্দির উদ্বোধন তিন মাসে আগে করেছিল। কারণ সেটা করে ভোটের ফল চেয়েছিল। তাই জানুয়ারি মাসে উদ্বোধন করেছিল। আগে শুভেন্দু অধিকারী এর জবাব দিক।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement