Abhishek Banerjee: বিধানসভা ভোটে তৃণমূলের লক্ষ্য ২৫০ আসন! কেষ্টকে মঞ্চে নিয়ে আর কী বললেন অভিষেক?
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Abhishek Banerjee: এবারের বিধানসভা নির্বাচনে কটি আসনের জন্য ঝাঁপাবে তৃণমূল কংগ্রেস? দলের জন্য লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রামপুরহাট: এবারের বিধানসভা নির্বাচনে কটি আসনের জন্য ঝাঁপাবে তৃণমূল কংগ্রেস? দলের জন্য লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের সভা থেকে অভিষেক জানান, তিনি মা তারার কাছে গিয়ে প্রার্থনা করবেন যেন তৃণমূল ২৫০টি আসন পায়।
advertisement
advertisement
অভিষেক এদিন বলেন, “আমি এখান থেকে আজ মা তারা মন্দিরে যাব। কাল কেষ্টদা বলেছে মন্দিরে, মা যেন ২৩০ আসন দেয়। আমি গিয়ে আজ ২০টা বাড়িয়ে বলব, ২৫০ আসন করে দাও মা“। সেই সঙ্গে এই বিধানসভা নির্বাচনে তৃণমূলের লক্ষ্য যে আগের ফলকেও টপকে যাওয়া তা-ও অভিষেকের কথাতেই স্পষ্ট।
advertisement
দৃঢ়ভাবে তৃণমূল নেতা বলেন, “এক ছটাক জমি ছাড়ব না। যে বুথে ৫০ লিড ছিল সেখানে ৫১, সেখানে ১০০ ছিল সেখানে ১১০, যেখানে ৩০০ ছিল সেখানে ৪০০ করতে হবে বুথ পিছু“।
advertisement
পাশাপাশি এদিন বিজেপিকে গত নির্বাচনের ফল প্রসঙ্গে আক্রমণ করে অভিষেক বলেন, “৭০ আসন পেয়ে যে দল রাস্তা, জল, আবাস, ১০০ দিনের টাকা আটকায়। তারা বাংলায় ক্ষমতায় আসলে কী করত ভাবুন। এদের তাই ভোটে হারিয়ে জব্দ করতে হবে, শায়েস্তা করতে হবে। লাইনে দাঁড়িয়ে এমন বোতাম টিপুন যাতে দিল্লি আর গুজরাতে কম্পন হয়“। সেই সঙ্গে এসআইআর প্রসঙ্গে অভিষেকের বক্তব্য, এসআইআরের নোটিশ পেলেই আমাদের ক্যাম্পে যাবেন, আমরা ব্যবস্থা করব, যাতে কারও নাম না কাটা যায় সেতা আমরা সুনিশ্চিত করব।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 06, 2026 6:36 PM IST








