জাতীয় স্তরে বিশেষ নজর তৃণমূলের, লোকসভার দায়িত্ব পেয়ে কী বললেন অভিষেক?

Last Updated:

দায়িত্ব পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “লোকসভায় আমাদের সংসদীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে নির্বাচিত করার জন্য আমাদের দলের চেয়ারপার্সন দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমার সহকর্মী সাংসদরা আমার উপর যে আস্থা রেখেছেন তাতে আমি গভীরভাবে সম্মানিত।’’

লোকসভার দায়িত্ব পেয়ে কী বললেন অভিষেক?
লোকসভার দায়িত্ব পেয়ে কী বললেন অভিষেক?
আবীর ঘোষাল, কলকাতা: ২৬-এর বিধানসভা ভোটের আগে লোকসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার বিকেলের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “লোকসভায় আমাদের সংসদীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে নির্বাচিত করার জন্য আমাদের দলের চেয়ারপার্সন দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমার সহকর্মী সাংসদরা আমার উপর যে আস্থা রেখেছেন তাতে আমি গভীরভাবে সম্মানিত।’’
তিনি আরও বলেন, ‘‘পূর্ণ প্রতিশ্রুতি এবং বিনয়ের সঙ্গে, আমি এই দায়িত্ব গ্রহণ করছি এবং সংসদে তৃণমূলের কণ্ঠস্বর শক্তিশালী এবং অটল রাখার জন্য আমার সকল সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করছি। একসঙ্গে, আমরা কেন্দ্রীয় সরকারের স্বেচ্ছাচারকে প্রতিহত করব এবং আমাদের সংবিধানের প্রধান মূল্যবোধ – ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব – রক্ষা করব।আমাদের লক্ষ্য স্পষ্ট: বাংলার জনগণের অধিকার, সম্মান এবং আকাঙ্খা রক্ষা করা। তৃণমূল কংগ্রেসের প্রতিটি নিবেদিতপ্রাণ কর্মী এবং সমর্থককে আমার এবং আমাদের উদ্দেশ্যের প্রতি তাদের অবিরাম বিশ্বাসের জন্য আমি ধন্যবাদ জানাই। আমাদের প্রবীণ সাংসদদের কাছে তাঁদের সমর্থন, নির্দেশনা এবং উৎসাহের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।’’
advertisement
advertisement
দলীয় এই বৈঠকে লোকসভার সাংসদদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যসভার কাজ ভাল হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, সৌগত রায়ও অসুস্থ। এই পরিস্থিতিতে সিনিয়র নেতারা না থাকার কারণে লোকসভায় সাংসদদের পারফরম্যান্স ঠিক নয় বলে মন্তব্য করেন মমতা।
advertisement
উল্লেখ্য, কিছুদিন আগেই অপারেশন সিঁদুর সম্পর্কে আন্তর্জাতিক মঞ্চে বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের প্রতিনিধি হিসেবে ছিলেন অভিষেক। প্রথম ইউসুফ পাঠানের নাম দেওয়া হলেও, পরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নাম বলেন। এর আগে ২০২১-এর বিধানসভা ভোটের পরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে নিয়ে আসা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিভিন্ন সময় সাংগঠনিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করছেন অভিষেক। এবার লোকসভাতেও জাতীয় ক্ষেত্রে আরও অগ্রণী ভূমিকা পালন করবেন ডায়মন্ড হারবারের সাংসদ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জাতীয় স্তরে বিশেষ নজর তৃণমূলের, লোকসভার দায়িত্ব পেয়ে কী বললেন অভিষেক?
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement