Abhishek Banerjee: কালো গাড়িতে ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হতে পারে বয়ান রেকর্ডও!

Last Updated:

Abhishek Banerjee: আজ, বুধবার ইডি-র তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে।

কালো গাড়িতে ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়
কালো গাড়িতে ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতাঃ আজ, বুধবার ইডি-র তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। ইডি-র সমন পেয়ে এদিন সকাল ১১.৩৫ নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। ইডি সূত্রে খবর, মোট তদন্তকারী চার জন অফিসার জিজ্ঞাসাবাদের জন্য থাকছেন। এদিন অভিষেকের বয়ানও রেকর্ড করা হতে পারে।
আজ সকাল থেকেই বাড়ির সামনে নিরাপত্তার জন্য পুলিশি নিরাপত্তা রয়েছে। বাড়ির সামনে ১০০ মিটারের মধ্যে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যদিও এটি হাই সিকিউরিটি জোন ফলে সারাবছরই পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা থাকেই। গতকালই অভিষেকের নিরাপত্তারক্ষীরা সিজিও কমপ্লেক্সের চারপাশে চত্বর ঘুরে দেখেন। মানে তলবের আগের দিন সিজিও কমপ্লেক্সে নিরাপত্তা খতিয়ে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা আধিকারিকরা।
advertisement
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব নিয়ে আরও একবার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার নবান্নে তিনি বলেন, “অভিষেককে সারাক্ষণ বিরক্ত করা হচ্ছে। অকারণ হেনস্থা করা হচ্ছে।’’ প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দোপাধ্যায়কে সিবিআই নিজামে তলব করেছিল। তিনি সেখানে হাজিরা দিয়েছিলেন। দলীয় সূত্রে খবর, অভিষেক হাজিরা দেওয়ার সম্ভাবনাই বেশি। আর তাই নিরাপত্তা খতিয়ে দেখতে মঙ্গলবারই অভিষেকের সিকিউরিটি আধিকারিকরা ও স্থানীয় থানার সিজিও আশপাশে নিরাপত্তা খতিয়ে দেখেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: কালো গাড়িতে ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হতে পারে বয়ান রেকর্ডও!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement