'যখন দিদি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন...', ছাব্বিশের মুখেই প্রতিশ্রুতি অভিষেকের!
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Abhishek Banerjee PC: রাজ্য জুড়ে এসআইআর শুনানি আবহে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের তরফে একাধিক প্রতিশ্রুতি দিলেন দলের সেকেন্ড ইন কম্যান্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, এবার থেকে শুনানি কেন্দ্রের পাশে হবে তৃণমূলের সহায়তা শিবির।
কলকাতা: রাজ্য জুড়ে এসআইআর শুনানি আবহে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের তরফে একাধিক প্রতিশ্রুতি দিলেন দলের সেকেন্ড ইন কম্যান্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, এবার থেকে শুনানি কেন্দ্রের পাশে হবে তৃণমূলের সহায়তা শিবির।
রবিবার ১ লক্ষ ২০ হাজার বিএলএ ২-র সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। ওই বৈঠকেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। একইসঙ্গে তৃণমূল সাংসদের দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা, “যদি কেউ ভাবে কাউন্সিলর হয়েছি তাই ভোট ভাল করে করব, বিধানসভা নির্বাচন করব না তারা বদলের তালিকা দেখেছেন তো? পা ধরেও পার পায়নি কেউ। আপনি ভাল কাজ করলে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে এনে পদে বসাব।”
advertisement
advertisement
বুথ কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, “যেদিন আমাদের এমপি, সাধারণ সম্পাদক বা অন্য কোনও পদ থাকবে না, সেদিন আমরা প্রাক্তন হয়ে যাব। কিন্তু একজন বুথ কর্মী কখনও প্রাক্তন হন না। তিনি দলের জন্য নিজের সমস্ত ঘাম ও কঠোর পরিশ্রম দেন। তারাই দলের আসল সম্পদ। তৃণমূলকে চতুর্থ বার জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার দায়ভার বিএলএ ২ এর হাতে।”
advertisement
বিজেপিকে আক্রমণ করে অভিষেকের অভিযোগ, “বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে মিলে সব রকম কৌশল অবলম্বন করে তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনও প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ না পড়ে।”
advertisement
আগামী বিধানসভা নির্বাচন নিয়ে অভিষেকের জোরালো প্রতিশ্রুতি, “আমি কথা দিচ্ছি – যখন দিদি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন, আমি আপনাদের সবার সঙ্গে কথা বলব এবং একটি অনুষ্ঠানের আয়োজন করব, এবং কীভাবে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা করব। আমি আপনাদের পায়ে হাত দিয়ে প্রণাম জানাব এবং শুভেচ্ছা জানাব। জয় যাত্রা হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 28, 2025 7:21 PM IST









