Satyajit Ray Ancestral Home: সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ধ্বংস করা নিয়ে সরব অভিষেক, বাংলাদেশকে কড়া বার্তা বিদেশ মন্ত্রকের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
উন্নয়নের নামে ময়মনসিংহে ভাঙা শুরু হয়েছে সেই ভবন। বিষয়টির প্রতিবাদে ইতিমধ্যে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আবীর ঘোষাল, কলকাতা: ভারতীয় মণীষী-বিশিষ্টদের স্মৃতি মুছতে তৎপর বাংলাদেশের মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। একের পর এক ভাঙা পড়ছে এপার বাংলার স্মৃতি বিজড়িত সৌধ-ভবন। সেই তালিকায় এবার শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তথা সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে। উন্নয়নের নামে ময়মনসিংহে ভাঙা শুরু হয়েছে সেই ভবন। বিষয়টির প্রতিবাদে ইতিমধ্যে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “বিশাল ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ একটি স্থানকে ধ্বংসস্তূপে পরিণত করা আমাদের ঐতিহ্যের উপর আক্রমণের চেয়ে কম কিছু নয়।“ ইতিমধ্যেই এই ঘটনায় ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী, বাংলাদেশ সরকারকে ওই ভবন না ভাঙার আর্জি জানিয়েছে কেন্দ্র।
advertisement
advertisement
I am deeply distressed to learn that the ancestral home of Oscar-winning filmmaker Satyajit Ray in Dhaka is reportedly being demolished by the Bangladeshi authorities. This century-old property belonged to Ray’s grandfather, Upendrakishore Ray Chowdhury, a towering figure in…
— Abhishek Banerjee (@abhishekaitc) July 16, 2025
advertisement

এই বিষয় নিয়ে অভিষেক লেখেন, ‘‘আমি অত্যন্ত মর্মাহত যে ঢাকায় অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পৈতৃক বাসভবনটি বাংলাদেশের সরকার ভেঙে ফেলছে। এই শতাব্দী প্রাচীন সম্পত্তিটি ছিল সত্যজিৎ রায়ের ঠাকুরদা, বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল ব্যক্তিত্ব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর। বিশাল ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ একটি স্থানকে ধ্বংসস্তূপে পরিণত করা আমাদের ঐতিহ্যের উপর আক্রমণের চেয়ে কম কিছু নয়। এটি সর্বত্র বাঙালিদের সম্মিলিত বিবেকের উপর আঘাত এবং বিশ্ব শিল্পে রায় পরিবারের অতুলনীয় অবদানের প্রতি অবজ্ঞা।আমি বাংলাদেশ সরকারকে এই কঠোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার এবং এই সাংস্কৃতিক নিদর্শনটি রক্ষা ও সংরক্ষণের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি ভারত সরকারকে যথাযথ দ্বিপাক্ষিক সম্পৃক্ততা শুরু করার আহ্বান জানাচ্ছি যাতে বাংলার সাংস্কৃতিক ইতিহাসের এই অপূরণীয় অংশটি ধ্বংসের ফলে হারিয়ে না যায়।“
advertisement
সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরির পৈতৃক বাড়ি সংস্কারের নামে ভেঙে ফেলার প্রতিবাদে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি ভারত সরকারকে বিষয়টিতে নজর দেওয়ার দাবি জানিয়েছিলেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বাংলাদেশ সরকারকে এই বাড়ির সংস্কার ও সেখানে সংগ্রহালয় তৈরিতে সহযোগিতার বার্তা দেওয়া হল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2025 9:56 AM IST