PAN PAN PAN: মুম্বইয়ে জরুরি অবতরণের আগে ‘প্যান প্যান প্যান’ সঙ্কেত পাইলটের ! ইন্ডিগোর বিমানে ঠিক কী ঘটেছিল?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
দিল্লি থেকে গোয়াগামী ইন্ডিগোর 6E 6271 বিমানটি গতকাল, বুধবার জরুরি অবতরণ করেছিল মুম্বই বিমানবন্দরে। মুম্বই বিমানবন্দরে নামার আগে ইন্ডিগোর পাইলটরা ‘প্যান প্যান প্যান’ ঘোষণা করেন।
মুম্বই: বুধবার রাতে দিল্লি থেকে গোয়ার উদ্দেশে যাওয়ার পথে মাঝ আকাশেই বিভ্রাট হয় ইন্ডিগোর বিমানে ৷ পাইলট অবস্থা বুঝেই ‘Full Emergency’ ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামিয়ে আনা হয় বিমানটি। কিন্তু কী ঘটেছিল ইন্ডিগোর ওই বিমানে ?
জানা গিয়েছে, ১৯১ জন যাত্রী নিয়ে ইন্ডিগোর এয়ারবাস ৩২০ নিও (A320 Neo) বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়া বিমানবন্দরের উদ্দেশে উড়ে যাওয়ার পর মাঝ আকাশে ইঞ্জিনের ত্রুটি দেখা দেয়। এর জেরে মুম্বইয়ে জরুরি অবতরণ করেছিল বিমানটি। রাত ৯টা ৫৩ মিনিটে বিমানটি নিরাপদেই অবতরণ করে মুম্বইয়ে।
advertisement
advertisement
‘প্যান, প্যান, প্যান’ (PAN PAN PAN)! বিমানে বিভ্রাট ধরা পড়ার পরই পাইলট এমন সঙ্কেত দেন বলে বিমানবন্দর সূত্রে খবর। ইন্ডিগোর (IndiGo) তরফে জানানো হয়েছে, 6E 6271 বিমানটি দিল্লি থেকে গোয়ার দিকে যাচ্ছিল। সেই সময়ই একটি ‘যান্ত্রিক ত্রুটি’ ধরা পড়ে। এরপর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বিমানটি মুম্বইয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।
advertisement
দিল্লি থেকে গোয়াগামী ইন্ডিগোর 6E 6271 বিমানটি গতকাল, বুধবার জরুরি অবতরণ করেছিল মুম্বই বিমানবন্দরে। মুম্বই বিমানবন্দরে নামার আগে ইন্ডিগোর পাইলটরা ‘প্যান প্যান প্যান’ ঘোষণা করেন।
Location :
Mumbai,Maharashtra
First Published :
July 17, 2025 9:02 AM IST