Abhishek Banerjee on Sandip Ghosh: 'সন্দীপ ঘোষ এখনও গ্রেফতার নয় কেন?' পুলিশ-সিবিআইয়ে পার্থক্য বুঝিয়ে বড় চ্যালেঞ্জ অভিষেকের

Last Updated:

Abhishek Banerjee on Sandip Ghosh: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''এই আন্দোলন আমরা দিল্লি নিয়ে যাব। তুমি শুরু করেছ, শেষ করব আমরা।''

সন্দীপ নিয়ে বিস্ফোরক অভিষেক
সন্দীপ নিয়ে বিস্ফোরক অভিষেক
কলকাতা: আরজি কর ইস্যুতে এবার পুরোদস্তুর ‘পথে’ এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ থেকে একাধারে যেমন অভিষেক গত ১৪ অগাস্ট মেয়েদের রাত দখলের ডাককে সমর্থন জানালেন, অপরদিকে, গোটা বিষয় নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন। অভিষেকের কথায়, ”যে সব মা-দিদি-বোনেরা রাস্তায় নেমেছিলেন, তাদের সম্মান, শ্রদ্ধা জানাই। চার দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল। হাইকোর্ট কেস দেয় সিবিআইকে। যারা সন্দীপ ঘোষের গ্রেফতার দাবি করছিল, তারা বলুক কেন সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করতে পারল না!”
বিজেপির দিকে আঙুল তুলে তিনি বলেন, ”১৪, ১৬, ১৮, ২১, ২৩, ২৪ সালে হেরেছে। এরা ইট, পাটকেল মেরেছে পুলিশকে। পুলিশ যে সংযমের চেহারা দেখিয়েছে, তাতে প্রমাণ হয় এই রাজ্য উত্তরপ্রদেশ নয়। আজ বনধ ডেকেছে বিচারের দাবিতে নয়। গতকাল যারা সরকারি সম্পত্তি ভেঙে গ্রেফতার হয়েছে, সেই দুর্বৃত্ত, চিটিংবাজদের ছাড়ানোর দাবিতে বনধ ডেকেছে।”
advertisement
advertisement
এরপরই চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল সাংসদ বলেন, ”এই আন্দোলন আমরা দিল্লি নিয়ে যাব। তুমি শুরু করেছ, শেষ করব আমরা। আমাদের ট্রেন দেয়নি, যখন দিল্লিতে আমরা প্রাপ্য অধিকার চাইতে গিয়েছিলাম। আর বাংলাকে অশান্ত করবার জন্য এক্সটা বগি লাগিয়ে সরকারি সম্পত্তি নষ্টের ব্যবস্থা করে।”
advertisement
অভিষেকের সাফ কথা, ”দাবি এক দফা এক, ধর্ষণ বিরোধী আইন, যা দিল্লির সরকার আনতে পারে। রাতারাতি নোট বন্দি, অর্ডিন্যান্স এনে ক্ষমতা কুক্ষিগত করতে পারে। তাহলে কেন আইন আনতে পারে না?”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee on Sandip Ghosh: 'সন্দীপ ঘোষ এখনও গ্রেফতার নয় কেন?' পুলিশ-সিবিআইয়ে পার্থক্য বুঝিয়ে বড় চ্যালেঞ্জ অভিষেকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement