Abhishek Banerjee: লোকসভায় দলনেতার দায়িত্ব নিয়েই চমক অভিষেকের! কার জন্য ফাঁকা রাখলেন চেয়ার জানেন? কল্যাণকে নিয়েও বিরাট বার্তা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Abhishek Banerjee: লোকসভার দলনেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন দলের সাংসদদের কী বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
নয়াদিল্লি: লোকসভার দলনেতা হিসেবে সংসদে তৃণমূলের পার্টি অফিসে প্রথমবার এসে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লোকসভার দলনেতার চেয়ার ফাঁকা রেখেই পাশের চেয়ারে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের বৈঠকে অনুপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
অভিষেক অবশ্য বলেন, ”কল্যাণ দা সকালেই মেসেজ করে জানিয়ে দিয়েছেন, আজ সুপ্রিম কোর্টে কেস আছে। আমি কল্যাণদা-র সঙ্গে আলাদা করে কথা বলব। আগেও বলেছি।”
advertisement
advertisement
লোকসভার দলনেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন দলের সাংসদদের কী বার্তা দিলেন? জবাবে অভিষেক বলেন, ”সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আরও বেশি করে লোকসভার প্রসিডিংসে পার্ট নিতে হবে এবং দলের প্রায়োরিটি বাংলা।” দলের ঐক্যের প্রশ্নে বলেন, ”দলে বর্তমান টিমের মধ্যে কোনও মতপার্থক্য নেই। মিডিয়া যতই খুঁত খোঁজার চেষ্টা করুক, সবাই এক হয়ে আছে।”
advertisement
এদিকে, নির্বাচনের কমিশনের নির্দেশ নিয়ে বিস্ফোরক তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কমিশন এক্তিয়ার বহির্ভূতভাবে কাজ করছে। সরকারের কাজে বাধাদানেরও অভিযোগ তুললেন তিনি। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বলেন, “নির্বাচন কমিশনের দায়িত্ব তখনই বর্তায়, যখন আদর্শ আচরণবিধি ঘোষণা হয়। তখন নির্বাচন কমিশন রাজ্যের প্রশাসন নিজের হাতে নিয়ে চালায়, যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়। নির্বাচনের ১০-১১ মাস সময় রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এখন যেটা করছে, সেটা তিন চার মাস আগে থেকেই শুরু করেছে।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 7:11 PM IST