Abhishek Banerjee: নন্দীগ্রাম থেকেও অভিষেকের কাছে ফোন যাচ্ছে! গত ৭ দিনে কী এমন হল...‘এক ডাকে অভিষেকে’ পর পর ফোন

Last Updated:

চিকিৎসাজনিত পরিষেবা থেকে পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা জানিয়ে ফোন আসছে ‘এক ডাকে অভিষেকে’। ফোন আসছে এবার নন্দীগ্রাম থেকেও।

News18
News18
কলকাতা: নিজের সংসদীয় এলাকার মানুষের সমস্যা জানতে শুরু করেছিলেন ‘এক ডাকে অভিষেক’৷ এতদিন সেখানে ডায়মন্ড হারবার থেকেই ফোন আসত৷ এবার সেই ‘এক ডাকে অভিষেক’ই নাকি বিভিন্ন সমস্যা নিয়ে ফোন করছেন নন্দীগ্রাম৷
চিকিৎসাজনিত পরিষেবা থেকে পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা জানিয়ে ফোন আসছে ‘এক ডাকে অভিষেকে’। ফোন আসছে এবার নন্দীগ্রাম থেকেও।
advertisement
গত ২০২২ সালের ১৮ জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের জন্য সেখানকার সাংসদ চালু করেছিলেন ‘এক ডাকে অভিষেক’। পরবর্তী সময় রাজ্যের আরও বেশ কিছু জায়গায় এই ফোন নম্বর দেওয়া হয়। তার ভিত্তিতেই নানা জায়গা থেকে ফোন আসে। বিভিন্ন ধরনের সাহায্য চাওয়া হয়। তার প্রেক্ষিতে ব্যবস্থা নেয় দল। বহু ক্ষেত্রে প্রশাসনিক সাহায্য দ্রুত হয়।
advertisement
গত কয়েকদিন ধরে সেই এক ডাকে অভিষেক নম্বরে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে বারবার ফোন এসেছে বলে তৃণমূল সূত্রের খবর। জানানো হয়েছে, প্রায় ৫০০ ফোন এসেছে। এক ডাকে অভিষেক’ ফোন টিম লক্ষ্য করেছে, নন্দীগ্রাম থেকে আসা ফোনের সংখ্যা গত সাত দিন ধরে অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। ফোন মারফত যে সমস্ত সমস্যা আসছিল, তার দ্রুত সমাধানের জন্য উদ্যোগ নেন অভিষেক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: নন্দীগ্রাম থেকেও অভিষেকের কাছে ফোন যাচ্ছে! গত ৭ দিনে কী এমন হল...‘এক ডাকে অভিষেকে’ পর পর ফোন
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement