Abhishek Banerjee: নন্দীগ্রাম থেকেও অভিষেকের কাছে ফোন যাচ্ছে! গত ৭ দিনে কী এমন হল...‘এক ডাকে অভিষেকে’ পর পর ফোন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
চিকিৎসাজনিত পরিষেবা থেকে পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা জানিয়ে ফোন আসছে ‘এক ডাকে অভিষেকে’। ফোন আসছে এবার নন্দীগ্রাম থেকেও।
কলকাতা: নিজের সংসদীয় এলাকার মানুষের সমস্যা জানতে শুরু করেছিলেন ‘এক ডাকে অভিষেক’৷ এতদিন সেখানে ডায়মন্ড হারবার থেকেই ফোন আসত৷ এবার সেই ‘এক ডাকে অভিষেক’ই নাকি বিভিন্ন সমস্যা নিয়ে ফোন করছেন নন্দীগ্রাম৷
চিকিৎসাজনিত পরিষেবা থেকে পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা জানিয়ে ফোন আসছে ‘এক ডাকে অভিষেকে’। ফোন আসছে এবার নন্দীগ্রাম থেকেও।
advertisement
গত ২০২২ সালের ১৮ জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের জন্য সেখানকার সাংসদ চালু করেছিলেন ‘এক ডাকে অভিষেক’। পরবর্তী সময় রাজ্যের আরও বেশ কিছু জায়গায় এই ফোন নম্বর দেওয়া হয়। তার ভিত্তিতেই নানা জায়গা থেকে ফোন আসে। বিভিন্ন ধরনের সাহায্য চাওয়া হয়। তার প্রেক্ষিতে ব্যবস্থা নেয় দল। বহু ক্ষেত্রে প্রশাসনিক সাহায্য দ্রুত হয়।
advertisement
গত কয়েকদিন ধরে সেই এক ডাকে অভিষেক নম্বরে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে বারবার ফোন এসেছে বলে তৃণমূল সূত্রের খবর। জানানো হয়েছে, প্রায় ৫০০ ফোন এসেছে। এক ডাকে অভিষেক’ ফোন টিম লক্ষ্য করেছে, নন্দীগ্রাম থেকে আসা ফোনের সংখ্যা গত সাত দিন ধরে অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। ফোন মারফত যে সমস্ত সমস্যা আসছিল, তার দ্রুত সমাধানের জন্য উদ্যোগ নেন অভিষেক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 30, 2025 2:24 PM IST

