বিশ্ববাংলা লোগো মামলায় অভিষেককে ক্লিনচিট হাইকোর্টের
Last Updated:
বিশ্ববাংলার লোগো বিতর্কে একবছর পর ক্লিনচিট পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে হাইকোর্ট। কিছুদিন আগেই এই মামলায় হলফনামা দেন অভিষেক।
#কলকাতা: বিশ্ববাংলার লোগো বিতর্কে একবছর পর ক্লিনচিট পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে হাইকোর্ট। কিছুদিন আগেই এই মামলায় হলফনামা দেন অভিষেক।
হলফনামার তথ্য ও মামলার নথি দেখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, জনস্বার্থ মামলায় আনা অভিযোগের সারবত্তা নেই। বিশ্ববাংলা লোগোর মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় নন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর মুকুল রায় তাঁর প্রথম জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তারপরই শমীক দাশগুপ্ত ও সিদ্ধার্থ দাস লোগো বিতর্কের নিস্পত্তি চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। সেই মামলাতেই আজ ক্লিনচিট পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 01, 2019 7:50 PM IST