Abhishek Banerjee: ‘আমায় পাঁচবার ডেকেছে, আমার স্ত্রীকে চারবার!’, দিল্লিতে বসেই ইডি সিবিআই নিয়ে বিস্ফোরক অভিষেক

Last Updated:

অভিষেক জানান, আগামী ৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে ধর্না অবস্থানের জন্য তৃণমূল কংগ্রেসকে অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। এরপরও রামলীলা ময়দান এবং কৃষি ভবনের সামনে অবস্থান বিক্ষোভের কর্মসূচিতে অনড় তৃণমূল।

নয়াদিল্লি: দিল্লির ধর্না কর্মসূচি থেকে ইন্ডিয়া জোট, বিভিন্ন বিষয়ে দিল্লির সাংবাদিকদের সামনে প্রশ্নের উত্তর দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তাঁর স্পষ্ট কথা, ‘‘পুলিশ অনুমতি দিক বা না দিক, ২ অক্টোবর দিল্লিতে তৃণমূল কংগ্রেসের ধর্না হবেই।’’
অভিষেক জানান, আগামী ৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে ধর্না অবস্থানের জন্য তৃণমূল কংগ্রেসকে অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। এরপরও রামলীলা ময়দান এবং কৃষি ভবনের সামনে অবস্থান বিক্ষোভের কর্মসূচিতে অনড় তৃণমূল।
অভিষেক বলেন, ‘‘এখনও পর্যন্ত মৌখিকভাবে আবেদন প্রত্যাখ্যান করেছে দিল্লি পুলিশ। তবে, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবে তৃণমূল।’’ তারপরেও যদি অনুমতি না মেলে, সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেস।
advertisement
advertisement
আরও পড়ুন: আদালতে জমা পড়ল লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার কর্তাদের সম্পত্তির খতিয়ান, ফাইল নিয়ে আপাতত স্বস্তিতে ইডি
প্রসঙ্গত, উল্লেখ্য ৩১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে রামলীলা ময়দানে সভা করার অনুমতি চেয়েছে তৃণমূল। অভিষেকের কথায়, ২ এবং ৩ অক্টোবর কৃষি ভবনের সামনে অবস্থান-বিক্ষোভের জন্য পারমিশন চাওয়া হয়েছে। এর জন্য চারটি চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। একটি চিঠিরও উত্তর আসেনি।
advertisement
হাইকোর্টে ইডির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসেব জমা দেওয়া প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘২০২০ সালে আমি প্রথম যেদিন ইডিতে গিয়েছি, সেদিনই আমার যাবতীয় সম্পত্তির হিসেব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস জমা দিয়ে এসেছি। নতুন করে কী জমা দেবে? ওদের কাছে প্রথম থেকেই তো সব আছে। আমাকে পাঁচবার তলব করেছে। চারবার ইডি, একবার সিবিআই। আমার স্ত্রীকে চারবার তলব করেছে। আমি এখন আর ইডি, সিবিআইকে গুরুত্ব দিই না।’’
advertisement
ইন্ডিয়া জোট প্রসঙ্গে অভিষেক জানান, ‘‘সময় থাকতে আসন সমঝোতা পর্ব মিটিয়ে ফেলতে হবে। শেষ মূহুর্তে আসন সমঝোতা করলে হবে না। সব কিছুর জন্যে একটি নির্দিষ্ট সময় আছে। শেষ মূহুর্তে এসব কথা বললে নিচু তোলার কর্মীদের মধ্যে উৎসাহ কমে যায়।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ‘আমায় পাঁচবার ডেকেছে, আমার স্ত্রীকে চারবার!’, দিল্লিতে বসেই ইডি সিবিআই নিয়ে বিস্ফোরক অভিষেক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement