Abhishek Banerjee: 'লজ্জাজনক!' অর্মত্য সেন ইস্যুতে কাকে কটাক্ষ করলেন অভিষেক
- Published by:Suvam Mukherjee
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Abhishek Banerjee: বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: অর্মত্য সেন এবং বিশ্বভারতীর মধ্যে জমি বিতর্কে এদিন মন্তব্য করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার পাল্টা এদিন বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "অর্মত্য সেনকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তা লজ্জাজনক। কিছু জন এখনও বাঙালি, কিন্তু তল্পিবাহকতা করছে দিল্লির, গুজরাতের। আসলে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন, তাই ওনাদের এতো সমস্যা।
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "এসএসসি নিয়ে ওনাদের যা বক্তব্য, তার একটুও যদি প্রমাণ থাকে। কিংবা গরু পাচার, কয়লা পাচারেও লেনদেনের ১০ পয়সারও যদি কোনও প্রমাণ থাকে, আমার পিছনে ইডি-সিবিআই দিতে হবে না। আমি ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুবরণ করব।"
advertisement
এদিন অভিষেক বলেন, "আমি হিরণের জায়গায় হলে, আমার ছবি বিকৃত হলে, আমি আগে আইনি সাহায্য নিতাম। আমি হিরণকে অনুরোধ করব এটা করার জন্য। আমরা কোনও অনৈতিক কাজ করিনা। আমাদের এবং বিজেপির মধ্যে একটা পার্থক্য রয়েছে। এক মিনিটে দাবি নস্যাৎ করে দিতে পারি। আমি ওর জায়গায় হলে হাইকোর্টে মানহানির মামলা করতাম। আর দ্বিতীয় আমি পুলিশে কাছে গিয়েও অভিযোগ করতাম। এগুলো তো আর করছে না।"
advertisement
অভিষেক আরও বলেন, "মিড ডে মিলের টাকা না কোথাকার টাকা, সেটা প্রশাসন দেখবে। যেখান থেকেই টাকা যাক, সেটা সরকারের টাকা। উনি কী চাইছেন, সরকার কাউকে সাহায্য করবে না। রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় যে আর্থিক সহযোগিতা করছে সেটা দেওয়া ভুল হয়েছে? সেটা শুভেন্দু অধিকারী জানান। আমি তো টাকা দিয়ে পাবলিসিটি করিনি। ওনারা টাকা অপচয় করেন পাবলিসিটির জন্য। সেটা কি অর্থনৈতিক অপরাধ নয়?"
advertisement
শুভেন্দুকে নিশানা করে অভিষেক বলেন, "শুভেন্দু অধিকারী সব জানেন। উনি সব বলে দিচ্ছেন। ওনাকে আগে ধরা উচিত। আমার নাম নেয় না। ভাববাচ্যে কথা বলেন। আমার নাম নিয়ে বলুক, আমি তারপর দেখব। ওনার কাছে তথ্য থাকলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গিয়ে জমা দিক।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2023 6:15 PM IST