Abhishek Banerjee:'অষ্টমীতেও একা এখানে বসে থাকব!' দার্জিলিংয়ে সময় দিলেন রাজ্যপাল, তবু অনড় অভিষেক

Last Updated:

রাজ ভবন সূত্রে খবর, আগামিকালও কলকাতায় ফিরবেন না রাজ্যপাল৷ দিল্লি থেকে সরাসরি শিলিগুড়ি পৌঁছবেন তিনি৷

তৃণমূলকে সময় দিলেন রাজ্যপাল৷
তৃণমূলকে সময় দিলেন রাজ্যপাল৷
কলকাতা: তৃণমূলের ধরনার দ্বিতীয় দিনের পর শাসক দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে রাজি হলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ তবে কলকাতা নয়, তৃণমূল নেতাদের সঙ্গে দার্জিলিংয়ে দেখা করবেন রাজ্যপাল৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এ কথা জানিয়েছেন৷ তবে কলকাতায় এসে রাজ্যপালকে তৃণমূলের মূল প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে হবে বলেও জানিয়ে দিয়েছেন অভিষেক৷ রাজ্যপালের অপেক্ষায় তিনি ধরনা চালিয়ে যাবেন বলেও এ দিন ফের জানিয়েছেন অভিষেক৷
তৃণমূলের শীর্ষ নেতা জানিয়েছেন, রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁকে ই মেল করে যোগাযোগ করেছেন৷ রাজ্যপাল জানিয়েছেন, তৃণমূল নেতৃত্ব চাইলে কলকাতা অথবা শিলিগুড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন৷
advertisement
রাজ্যপালের প্রস্তাব মেনে আগামিকাল তৃণমূলের় তিন নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং প্রদীপ মজুমদার দার্জিলিংয়ে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন৷ তবে তাঁর নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে রাজ্যপালকে কলকাতায় আসতে হবে বলে দাবি করেছেন অভিষেক৷ তিনি বলেন, ‘যদি রাজ্যপাল মনে করেন পুজো কাটিয়ে কলকাতায় আসবেন তা হলে আমি সপ্তমী, অষ্টমী, নবমীতে একা এখানে বসে থাকব৷’ রাজ্যপালকে এ দিনও তীব্র কটাক্ষ করেছেন অভিষেক৷
advertisement
রাজ্যপালকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘রাজ্যপাল আমাকে মেল করেছে, ব্যস্ত আছেন। বন্যা দুর্গত এলাকায় শিলিগুড়ি রয়েছেন। আমাদের দল যদি শিলিগুড়ি বা কলকাতায় দেখা করতে চায়, তাহলে আমরা যেন জানাই। যদিও এখনও উনি দিল্লিতে। শিলিগুড়ি আসেননি। বলছেন পরিস্থিতি ভাল হলে, কলকাতায় আসব। দিল্লি থেকে বাগডোগরা এসে, তো কলকাতায় আসবেন। আবার দিল্লি গেলেন কেন? আপনার কমিটমেন্ট থাকলে আপনি শিলিগুড়িতে থাকতেন। এটাকেই আমরা তো জমিদারি বলছি।’
advertisement
অভিষেক আরও বলেন, ‘রাজ্যপালের কাছে আমার দুটো অনুরোধ৷ উনি বলুন যে বাংলার ২০ লক্ষ মানুষ একশো দিনের কাজ করেছেন কি করেননি? আর যদি কাজ করে থাকেন তাহলে কোন আইনে তাঁদের প্রাপ্য টাকা কেন্দ্র আটকে রেখেছে? বাংলার রাজ্যপাল হিসেব এই দুটো প্রশ্নের জবাব উনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে একটু ব্যাখ্যা চান না৷’
advertisement
রাজ ভবন সূত্রে খবর, আগামিকালও কলকাতায় ফিরবেন না রাজ্যপাল৷ দিল্লি থেকে সরাসরি শিলিগুড়ি পৌঁছবেন তিনি৷ সেখান থেকে দার্জিলিংয়ে পৌঁছবেন তিনি৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee:'অষ্টমীতেও একা এখানে বসে থাকব!' দার্জিলিংয়ে সময় দিলেন রাজ্যপাল, তবু অনড় অভিষেক
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement