TMC Brigade Meeting: ব্রিগেডে ভিন্ন চেহারায় অভিষেক বন্দ্যেপাধ্যায়, খোঁজ নিলেন সভা প্রস্তুতির
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
TMC Brigade Meeting: শনিবার দুপুরেই ব্রিগেডের সভা মঞ্চে আয়োজন খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিল অভিষেক৷ সেখানে নিজে মঞ্চে উঠে, র্যাম্পে গিয়ে দেখে নিলেন প্রস্তুতি৷
কলকাতা: ব্রিগেডে একেবারে ভিন্ন চেহারায় দেখা গেল তৃণমূল সাংসদ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ আগামিকাল জনগর্জন সভা৷ আর সেই সভা থেকেই তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া হবে বার্তা৷ তার আগে ব্রিগেডের সভার খুঁটিনাটি আয়োজন খতিয়ে দেখলেন অভিষেক৷ কথা বললেন কর্মী-সমর্থকদের সঙ্গেও৷
শনিবার দুপুরেই ব্রিগেডের সভা মঞ্চে আয়োজন খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিল অভিষেক৷ সেখানে নিজে মঞ্চে উঠে, র্যাম্পে গিয়ে দেখে নিলেন প্রস্তুতি৷ নিজে মাইক্রোফোন হাতে সাউন্ড চেক করতেও দেখা গেল তাঁকে৷ পাশাপাশি, দেখে নিলেন মঞ্চের সব দিক থেকে নেতারা সাধারণ মানুষকে দেখতে পাচ্ছেন কী না, দেখলেন সাধারণ মানুষই বা তাঁদের অবস্থান থেকে মঞ্চে উপস্থিত সকলকে দেখতে পাচ্ছেন কী না৷ এ ছাড়াও তিনি কথা বললেন উত্তরবঙ্গ থেকে আগত সদস্য, সমর্থকদের সঙ্গেও৷ সব মিলিয়ে সভার আগে একপ্রস্থ আয়োজনের দেখভাল করে গেলেন তিনি৷
advertisement
advertisement
এ দিকে শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা শনিবার৷ আর রবিবার রয়েছে তৃণমূলের সভা৷ তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, জনগর্জন সভার জন্য চাওয়া ট্রেন পাওয়া যায়নি৷ ইচ্ছা করে উত্তরবঙ্গের লোকেদের আটকে রাখার পরিকল্পনা করছে বিজেপি৷
এ দিকে তৃণমূলের কর্মী-সমর্থকরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন শহরে৷ শহরের বিভিন্ন প্রান্তে সমর্থকদের থাকার ব্যবস্থা হয়েছে৷ গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকার ব্যবস্থা করা হয়েছে কর্মী সমর্থকদের৷ এই বিভিন্ন স্থান থেকে মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্য রওনা দেবেন কর্মী সমর্থকরা৷ অভিষেক আজকে সভাস্থলে গিয়ে তেমনই কয়েকজনের সঙ্গে কথা বলেন, জিজ্ঞাসা করেন, তেমন কোনও অসুবিধা হচ্ছে না তো? পাশাপাশি জানান, ব্রিগেড থেকে সাধারণ কর্মী সমর্থকদের বার্তাও দেওয়া হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2024 5:06 PM IST