Abhishek Banerjee: 'বিরোধীদের সব অভিযোগ মিথ্যা', মনোনয়ন-তথ্য তুলে ধরে বড় দাবি অভিষেকের!

Last Updated:

Abhishek Banerjee: অভিষেকের সংযোজন, ''আমরা কাউকে মনোনয়ন জমা দিতে বাধা দিইনি৷ আজ ও আগামীকাল আমরা আমাদের মনোনয়ন জমা দেব। বিরোধীদের মনোনয়ন জমা দিতে কোথাও অসুবিধা হলে আমাদের জানাক।''

অভিষেকের নিশানায় বিরোধীরা
অভিষেকের নিশানায় বিরোধীরা
কলকাতা: রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির মাঝে মনোনয়নপত্র জমা দেওয়ার পরিসংখ্যানের তথ্য তুলে ধরে বিরোধীদের জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ক্যানিংয়ে ক্যাম্প থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বিরোধীদের অভিযোগ সত্য নয়৷ এখনও অবধি যা মনোনয়ন জমা পড়েছে তাতে দেখা যাচ্ছে বিরোধীদের মনোনয়ন ভালোই জমা পড়ছে৷ তাহলে বাধা দেওয়ার এত অভিযোগ কী করে ওরা বলে?
অভিষেকের সংযোজন, ”আমরা কাউকে মনোনয়ন জমা দিতে বাধা দিইনি৷ আজ ও আগামীকাল আমরা আমাদের মনোনয়ন জমা দেব। বিরোধীদের মনোনয়ন জমা দিতে কোথাও অসুবিধা হলে আমাদের জানাক। বিরোধীরা ৮০ হাজার আসনে‌ মনোনয়নপত্র জমা দিয়েছে। তৃণমূল সেখানে ১০ হাজার।”
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবার পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের ত্রিস্তরীয় আসনে বিজেপি সর্বমোট প্রার্থী দিয়েছে, ৩৭৫৬৫টি। তারপরই রয়েছে সিপিএম। তারা মোট প্রার্থী দিয়েছে ৩০২৪৯ টি‌ আসনে।‌ কংগ্রেস দিয়েছে, ৭৩৬৯ টি আসনে।
advertisement
বিজেপি সিপিএম এবং কংগ্রেস মিলিয়ে রাজ্যের প্রধান তিন বিরোধী দলের মনোনয়নপত্র জমা দেওয়ার মোট সংখ্যা প্রায় ৮০ হাজারের কাছাকাছি। সেখানে তৃণমূল জমা দিয়েছে ৯৩২৮ টি মনোনয়নপত্র। স্বাভাবিকভাবেই এই পরিসংখ্যানকে হাতিয়ার করে বিরোধীদের নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: 'বিরোধীদের সব অভিযোগ মিথ্যা', মনোনয়ন-তথ্য তুলে ধরে বড় দাবি অভিষেকের!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement