Abhishek Banerjee: 'বিরোধীদের সব অভিযোগ মিথ্যা', মনোনয়ন-তথ্য তুলে ধরে বড় দাবি অভিষেকের!
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Abhishek Banerjee: অভিষেকের সংযোজন, ''আমরা কাউকে মনোনয়ন জমা দিতে বাধা দিইনি৷ আজ ও আগামীকাল আমরা আমাদের মনোনয়ন জমা দেব। বিরোধীদের মনোনয়ন জমা দিতে কোথাও অসুবিধা হলে আমাদের জানাক।''
কলকাতা: রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির মাঝে মনোনয়নপত্র জমা দেওয়ার পরিসংখ্যানের তথ্য তুলে ধরে বিরোধীদের জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ক্যানিংয়ে ক্যাম্প থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বিরোধীদের অভিযোগ সত্য নয়৷ এখনও অবধি যা মনোনয়ন জমা পড়েছে তাতে দেখা যাচ্ছে বিরোধীদের মনোনয়ন ভালোই জমা পড়ছে৷ তাহলে বাধা দেওয়ার এত অভিযোগ কী করে ওরা বলে?
অভিষেকের সংযোজন, ”আমরা কাউকে মনোনয়ন জমা দিতে বাধা দিইনি৷ আজ ও আগামীকাল আমরা আমাদের মনোনয়ন জমা দেব। বিরোধীদের মনোনয়ন জমা দিতে কোথাও অসুবিধা হলে আমাদের জানাক। বিরোধীরা ৮০ হাজার আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। তৃণমূল সেখানে ১০ হাজার।”
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবার পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের ত্রিস্তরীয় আসনে বিজেপি সর্বমোট প্রার্থী দিয়েছে, ৩৭৫৬৫টি। তারপরই রয়েছে সিপিএম। তারা মোট প্রার্থী দিয়েছে ৩০২৪৯ টি আসনে। কংগ্রেস দিয়েছে, ৭৩৬৯ টি আসনে।
advertisement
বিজেপি সিপিএম এবং কংগ্রেস মিলিয়ে রাজ্যের প্রধান তিন বিরোধী দলের মনোনয়নপত্র জমা দেওয়ার মোট সংখ্যা প্রায় ৮০ হাজারের কাছাকাছি। সেখানে তৃণমূল জমা দিয়েছে ৯৩২৮ টি মনোনয়নপত্র। স্বাভাবিকভাবেই এই পরিসংখ্যানকে হাতিয়ার করে বিরোধীদের নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 14, 2023 6:27 PM IST










