Abhishek Banerjee: ডায়মন্ড হারবারে বিরাট পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! জমা পড়েছে আবেদনের পাহাড়

Last Updated:

Abhishek Banerjee: ওল্ড এজ পেনশন প্রাপকদের জন্য ডায়মন্ড হারবারে আয়োজন করা হয়েছে ২০৩ ক্যাম্প।

নিজের কেন্দ্রে বড় পদক্ষেপ অভিষেকের
নিজের কেন্দ্রে বড় পদক্ষেপ অভিষেকের
কলকাতা: ফলতার সভা থেকে বলেছিলেন ৭০ হাজার জনকে ‘ওল্ড এজ পেনশন’ দেওয়ার ব্যবস্থা করা হবে। যদিও গত সাত দিন ধরে যে পরিমাণ আবেদন জমা পড়েছে তা একলক্ষ ছাড়িয়ে যাবে এমনটাই মনে করছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় ঘনিষ্ঠ মহল। তাই স্থির হয়েছে যারা প্রাপক। যারা আবেদনকারী তাদের প্রত্যেককে সাহায্য করা হবে। সরকারি স্তরে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হবে চলতি মাস অবধি। রেকর্ড আবেদন জমা পড়ার পরেও ব্লক স্তরে খোঁজ চলছে আর কেউ আছেন কিনা তা জানতে।
ওল্ড এজ পেনশন প্রাপকদের জন্য ডায়মন্ড হারবারে আয়োজন করা হয়েছে ২০৩ ক্যাম্প। বয়স্কদের পেনশন বা বার্ধক্যভাতা সংক্রান্ত অসুবিধা দূর করতে এই ক্যাম্প। সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের কাছে কয়েক হাজার ওল্ড এজ পেনশন না পাওয়ার অভিযোগ জমা পড়েছিল। এর পরিপ্রেক্ষিতেই ১ জানুয়ারির মধ্যে সরকার এই অসুবিধা দূর করবে বলে আশাবাদী তাঁরা। না হলে অর্থনৈতিক সাহায্য করবেন বলে অভিষেক আগেই জানিয়েছেন।
advertisement
advertisement
গত ১০ নভেম্বর ফলতার এক সভায় অভিষেক বন্দ‍্যোপাধ্যায় বলেছিলেন, বার্ধক্য ভাতার ক্ষেত্রেও ডায়মন্ড হারবারের তৃণমূল কর্মীরা বয়স্ক মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং রাজ্যে মডেল হয়ে উঠবে জানিয়ে পরোক্ষে বিরোধীদেরও একহাত নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেছিলেন, “এটাই জন প্রতিনিধির কাজ। নিজের জীবন বিপন্ন করে মানুষের পাশে দাঁড়ানোই জনপ্রতিনিধির কাজ।”
advertisement
তিনি জানিয়েছিলেন, ‘ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবারে ৭০ হাজার বয়স্ক মানুষ দুয়ারে সরকারের মাধ্যমে বার্ধক্য ভাতায় রেজিস্ট্রার করেছেন। কিন্তু, এখনও তাঁরা ভাতা পাচ্ছেন না। তাই এবার ডায়মন্ড হারবারের সাংসদ তাঁর সীমাবদ্ধ সাহায্য নিয়েই ওই বয়স্ক মানুষদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই প্রথম ধাপ হিসাবে আজ থেকে এই ক্যাম্প চালু করা হল।’
advertisement
ফলতার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “সরকার বার্ধক্য ভাতা দিচ্ছে। কিন্তু, যাঁরা নতুন রেজিস্ট্রেশন করেছেন, তাঁদের ক্ষেত্রে একটা পলিসিগত সমস্যা রয়েছে। সেটারও দ্রুত সমাধান হবে। তবে সরকার যবে দেবে দেবে। আমি কথা দিচ্ছি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে দাঁড়াব। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এক থেকে দেড় লক্ষ সক্রিয় কর্মী রয়েছেন। তাঁদের সহায়তা নিয়েই যে ৭০ হাজার বার্ধক্য ভাতায় রেজিস্ট্রেশন করিয়েছেন, তাঁদের পাশে দাঁড়াব। নতুন বছরের ১ জানুয়ারি থেকেই আমাদের সীমাবদ্ধ অনুযায়ী প্রতি মাসে তাঁদের আর্থিক সাহায্য করব।” বিরোধীরা অবশ্য এটাকে ডায়মন্ড হারবার মডেল বলে কটাক্ষ করেছেন আগেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ডায়মন্ড হারবারে বিরাট পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! জমা পড়েছে আবেদনের পাহাড়
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement