Abhishek Banerjee: দিল্লি যাচ্ছে ৫০ লক্ষ চিঠি! একমঞ্চে মমতা-অভিষেক, ২ অক্টোবর নিয়ে কোমর বাঁধছে তৃণমূল
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ রাস্তায় কাজ করেও কতদিন অর্থ পাওয়া যায়নি তার উল্লেখ থাকছে চিঠিতে। এখনও পর্যন্ত ৩৮ লক্ষ চিঠি জমা হয়েছে তৃণমূলের দফতরে। সবচেয়ে বেশি চিঠি এসেছে দুই ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, মালদহ, মুর্শিদাবাদ, বাঁকুড়া জেলা থেকে। যন্তর মন্তরেই অবস্থান করবেন শাসকদলের নেতা-নেত্রীরা।
কলকাতা: লক্ষ্য দিল্লি! চরম ব্যস্ততা তৃণমূল কংগ্রেস শিবিরে। আগামী ২ অক্টোবর রামলীলা তৃণমূলের কর্মসূচি৷ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নেতামন্ত্রী সকলেরই সেখানে উপস্থিত থাকার কথা৷ সমস্ত মন্ত্রীদের হাজির থাকতে বলা হয়েছে সেখানে। বিশেষ দায়িত্বে থাকবেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার-সহ দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। বাধ্যতামূলক করা হচ্ছে দলীয় বিধায়কদের উপস্থিতিও। ইতিমধ্যেই দলের শীর্ষস্তর থেকে সবাইকে তা জানিয়ে দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর।
যে বা যাঁরা যেতে পারবেন না, দলের অনুমতি সাপেক্ষে তাঁদের বলা হয়েছে গান্ধিমূর্তির পাদদেশে হাজির থাকতে। দিল্লির কর্মসূচি লাইভ সম্প্রচার দেখানো হবে সব ব্লকে। ব্লকে হাজির থাকবেন বঞ্চিতরা। সন্ধ্যায় ব্লকে ব্লকে হবে প্রদীপ ও মোমবাতি নিয়ে মিছিল। এই কর্মসূচিতে থাকতে বলা হয়েছে সমস্ত সাংসদকে। দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে ৫০ লক্ষ চিঠি। সূত্রের খবর, হাতে লেখা সেই সব চিঠিতে লেখা থাকবে কেন্দ্রীয় বঞ্চনার কথা।
advertisement
আরও পড়ুন: খেজুর কিংবা তালের রস থেকে সাবধান! আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, ওষুধ তো নেই কবে আসছে ভ্যাকসিন?
১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ রাস্তায় কাজ করেও কতদিন অর্থ পাওয়া যায়নি তার উল্লেখ থাকছে চিঠিতে। এখনও পর্যন্ত ৩৮ লক্ষ চিঠি জমা হয়েছে তৃণমূলের দফতরে। সবচেয়ে বেশি চিঠি এসেছে দুই ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, মালদহ, মুর্শিদাবাদ, বাঁকুড়া জেলা থেকে। যন্তর মন্তরেই অবস্থান করবেন শাসকদলের নেতা-নেত্রীরা।
advertisement
advertisement
রামলীলা ময়দানে ২ তারিখ শ্রদ্ধা জানাবেন মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায় সহ বাকিরা। ৩ তারিখে কর্মসূচি পালনের অনুমতি না পেলে আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বঞ্চনা সংক্রান্ত একাধিক বিষয়ের তথ্য পোস্টার-ব্যানার আকারে তুলে ধরা হবে দিল্লিতে। যন্তরমন্তর থেকে রামলীলা ময়দান বা কৃষি ভবন পর্যন্ত মিছিল করে যাওয়ার পরিকল্পনা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী দেখা না করলে তাঁর দফতরের কাছাকাছি কর্মসূচি নেওয়া হবে।
advertisement
আপাতত, স্থির হয়েছে আগামী কয়েকদিন দিল্লি নিয়ে সুর চড়াবে তৃণমূল কংগ্রেস। রাজ্যজুড়ে চলবে ব্যাপক প্রচার। যদিও বঙ্গ বিজেপি শিবিরের বক্তব্য, দিল্লিতে কর্মসূচি করতেই পারে তবে তা করতে হবে পোস্টার-ব্যানার ছাড়া।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Sep 22, 2023 3:29 PM IST








