ভোটপ্রচার নিয়ে শুক্রবার বৈঠকে অভিষেক, বৃহৎ মাত্রায় প্রচার করা হবে 'উন্নয়নের পাঁচালি'
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Rachana Majumder
Last Updated:
আজকের বৈঠক থেকে ভোট যুদ্ধের বার্তা দেওয়া হবে। এছাড়াও আলোচনায় থাকবে উন্নয়নের পাঁচালি। সব মিলিয়ে রাজ্য সরকারের কর্মকাণ্ড নিয়ে উত্তর থেকে দক্ষিণ, একসুরে মানুষের কাছে প্রচার চালানোই লক্ষ্য।
কলকাতা: চলতি বছর শেষ হওয়ার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকে দু-টি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কর্মকাণ্ড নিয়ে ‘উন্নয়নের পাঁচালি’ নামে যে রিপোর্ট কার্ড তৈরি হয়েছে, সেটাই এবার বৃহৎ মাত্রায় প্রচার করা হবে। পাড়া,গলি, গ্রাম, শহর— সর্বত্র উন্নয়নের পাঁচালি শীর্ষক কর্মসূচি নেওয়া হবে। মানুষের দুয়ারে আরও বেশি মাত্রায় পৌঁছনোই লক্ষ্য।
সেখানে তৃণমূল তুলে ধরবে, বাংলার সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা। বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি তহবিল থেকে অর্থ সাহায্য করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং উন্নয়নকে এগিয়ে নিয়ে চলেছেন। তাই বাংলা বিরোধী বিজেপির মুখোশ এবার খুলে দিতে হবে। সূত্রের খবর শীঘ্রই জেলা সফর শুরু করছেন অভিষেক বন্দোপাধ্যায়। সেই বার্তাও আজকে দেওয়া হবে।
advertisement
আগামী ২৮ ডিসেম্বর, রবিবার এসআইআর নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সাংগঠনিক বৈঠকে রাজ্যে তৃণমূলের ১ লক্ষ নেতা-কর্মী যোগ দেবেন। তার আগে আজ, শুক্রবার আরও একটি বড়সড় ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দেবেন প্রায় ৫ হাজার নেতা-কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত সাড়ে ১৪ বছরের উন্নয়ন ও উন্নয়নমুখী কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করবেন। ২৬-এর আগে বাংলা জুড়ে এই নিয়ে প্রচার আরও জোরদার করতে জোর দেবেন।
advertisement
advertisement
আজকের বৈঠক থেকে ভোট যুদ্ধের বার্তা দেওয়া হবে। এছাড়াও আলোচনায় থাকবে উন্নয়নের পাঁচালি। সব মিলিয়ে রাজ্য সরকারের কর্মকাণ্ড নিয়ে উত্তর থেকে দক্ষিণ, একসুরে মানুষের কাছে প্রচার চালানোই লক্ষ্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 26, 2025 10:26 AM IST









