Breaking Abhijit Ganguly: 'বিজেপিতে যোগ দিচ্ছি...'! ঘোষণা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! 'প্রার্থী হবেন...?' উত্তরে যা বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Abhijit Ganguly: সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কলকাতা: সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানালেন, সম্ভবত ৭ মার্চ বিকালে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কোথায়, “ওইদিন একটা আস্থায়ী কর্মসূচি রয়েছে। সেই অনুষ্ঠানেই আমি বিজেপিতে যোগ দেব।”
#WATCH | Kolkata, West Bengal | Justice Abhijit Gangopadhyay says, “Maybe on 7th (March) in the afternoon. There is a tentative program, when I will join BJP.” pic.twitter.com/n4zJKUnrrM
— ANI (@ANI) March 5, 2024
advertisement
লোকসভা ভোটে প্রার্থী হওয়া নিয়ে এসএসসি মামলায় অন্যতম উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া সদ্য অবসর গ্রহণ করা বিচারপতির মন্তব্য, “প্রার্থী হব কিনা তা দল ঠিক করবে।”
advertisement
এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজনীতিতে পা দেওয়া নিয়ে জোরালো কটাক্ষ শানিয়েছেন কুণাল ঘোষ। সদ্য অবসর নেওয়া বিচারপতির উদ্দেশ্যে কুণাল ঘোষ বলেন, “দুর্নীতির সঙ্গে আপোষ শুরু করে দিলেন আপনিও?”
প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলার বিচারে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর নেওয়ার পর থেকেই তাঁর রাজনীতিতে আসা ও বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তুমুল গুঞ্জন শুরু হয়েছে বাংলায়। আজ তাঁকে এই নিয়ে তীব্র নিশানা করলেন তৃণমূল সাংসদ। এরপরেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2024 2:49 PM IST