সরকারি নয়, ভুঁইফোড় প্রকাশকের কীর্তিতেই 'মিলখা সিং' ফারহান আখতার

Last Updated:

মিলখা সিংয়ের ছবির জায়গায় ফারহান আখতারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রবিবার৷ ফারহান আখতার টুইট করে বিষয়টি ডেরেক ও ব্রায়েনের নজরে আনেন৷ এরপরই নড়চড়ে বসে রাজ্য সরকার৷

#কলকাতা: স্কুলপাঠ্য বইয়ে বিশ্বখ্যাত অ্যাথলিট মিলখা সিংয়ের ছবির পরিবর্তে অভিনেতা ফারহান আখতারের ছবি ছাপাকে ঘিরে বিতর্কে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়ে দিলেন, যে বইটির ছবি ভাইরাল হয়েছে, তা রাজ্য সরকারের কোনও স্কুল বা রাজ্য সরকারের কোনও পাবলিকেশনের নয়৷
মিলখা সিংয়ের ছবির জায়গায় ফারহান আখতারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রবিবার৷ ফারহান আখতার টুইট করে বিষয়টি ডেরেক ও ব্রায়েনের নজরে আনেন৷ এরপরই নড়চড়ে বসে রাজ্য সরকার৷ খোঁজ নিয়ে জানা গিয়েছে, Yenmy নামে একটি ভুঁইফোড় পাবলিকেশনের তরফে ছাপা হয়েছে বইটি৷ ফারহান আখতারকে পাল্টা টুইট করে ডেরেক জানান, শিক্ষা মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে৷ ভুল স্বীকার করেছে সংশ্লিষ্ট প্রকাশক সংস্থা।
advertisement
১৯৫৮ সালের কমনওয়েল্থ গেমস-এ সোনাজয়ী মিলখা সিং-এর জীবনের উপর একটি ছবি তৈরি করেছিলেন বলিউড পরিচালক ও অভিনেতা ফারহান আখতার৷ ফারহান নিজেই ওই ছবিতে মিলখা সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন৷ সেই চরিত্রের ছবিই ছাপা হয় বইটিতে৷
advertisement
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টিতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য সরকার৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
সরকারি নয়, ভুঁইফোড় প্রকাশকের কীর্তিতেই 'মিলখা সিং' ফারহান আখতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement