Police arrested: স্ত্রীকে নির্যাতন, পুলিশ অফিসারের উপরে চড়াও! জোড়া অভিযোগে গ্রেফতার রাজ্য পুলিশেরই কনস্টেবল
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Bangla Digital Desk
Last Updated:
Police constable arrested: স্ত্রীকে নিয়মিত হেনস্থা এবং মারধরের অভিযোগ উঠল এবার এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশকর্মী পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কর্মরত এক কনস্টেবল।
কলকাতা, বিবেক দাস: স্ত্রীকে নিয়মিত হেনস্থা এবং মারধরের অভিযোগ উঠল এবার এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশকর্মী পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কর্মরত এক কনস্টেবল।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিয়মিত তাঁর স্ত্রীকে মারধর করতেন। স্বামীর অত্যাচার আর শহ্য করতে না পেরে স্থানীয় গল্ফগ্রিন থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী। জানা গিয়েছে স্ত্রী নিজেও পুলিশে কর্মরতা, তিনি কলকাতা পুলিশে কাজ করেন।
advertisement
স্ত্রীর অভিযোগ পাওয়ার পরেই উদ্যোগী হয় গল্ফগ্রিন থানা, তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত কনস্টেবলকে। অভিযুক্ত পুলিশকর্মীর নাম সুমন সিংহ। তিনি তাঁর স্ত্রীকে প্রতিনিয়ত মারধর করতেন বলে অভিযোহ উঠেছে।
advertisement
কলকাতা পুলিশ স্ত্রীর অভিযোগের উপর ভিত্তি করে দুটো অভিযোগ দায়ের করেছে। এর মধ্যে একটি তদন্তকারী অফিসারকে হেনস্তার ঘটনা এবং অন্যটি হল স্ত্রীকে নির্যাতনের ঘটনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2024 6:43 PM IST