Indian Railways dirty toilet: ট্রেনের টয়লেট নোংরা কেন? বড় শাস্তি হল ভারতীয় রেলের! মোটা টাকা পাচ্ছেন যাত্রী

Last Updated:
Indian Railways dirty toilet: নোংরা টয়লেট নিয়ে বড় বিপদে পড়েছে ভারতীয় রেল। রেলকে নোংরা টয়লেটের জন্য ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে একটি জেলা কনজিউমার কমিশন।
1/5
ট্রেনে সফর করতে গেলে বিভিন্ন সময়ই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, যার মধ্যে একটি অবশ্যই নোংরা টয়লেট। অনেক সময়ই এর থেকে কোনও ভাবেই মুক্তি মেলে না। প্রতীকী ছবি।
ট্রেনে সফর করতে গেলে বিভিন্ন সময়ই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, যার মধ্যে একটি অবশ্যই নোংরা টয়লেট। অনেক সময়ই এর থেকে কোনও ভাবেই মুক্তি মেলে না। প্রতীকী ছবি।
advertisement
2/5
তবে সম্প্রতি নোংরা টয়লেট নিয়ে বড় বিপদে পড়েছে ভারতীয় রেল। রেলকে নোংরা টয়লেটের জন্য ৩০০০০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে একটি জেলা কনজিউমার কমিশন। প্রতীকী ছবি।
তবে সম্প্রতি নোংরা টয়লেট নিয়ে বড় বিপদে পড়েছে ভারতীয় রেল। রেলকে নোংরা টয়লেটের জন্য ৩০০০০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে একটি জেলা কনজিউমার কমিশন। প্রতীকী ছবি।
advertisement
3/5
ঘটনাটি ঘটেছে দক্ষিণ মধ্য রেলে। তিরুপতি থেকে এক ৫৫ বছরের বৃদ্ধ যাত্রী ভি মূর্তি ভাইজ্যাগের দুভবড়াতে যাচ্ছিলেন। টয়লেট ব্যবহার করতে না পেরে তিনি শারীরিক এবং মানসিক ভাবে বিদ্ধস্ত হয়ে পড়েন। প্রতীকী ছবি।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ মধ্য রেলে। তিরুপতি থেকে এক ৫৫ বছরের বৃদ্ধ যাত্রী ভি মূর্তি ভাইজ্যাগের দুভবড়াতে যাচ্ছিলেন। টয়লেট ব্যবহার করতে না পেরে তিনি শারীরিক এবং মানসিক ভাবে বিদ্ধস্ত হয়ে পড়েন। প্রতীকী ছবি।
advertisement
4/5
তাঁর থ্রি টিয়ার এসির টিকিট ছিল। ট্রেনের টয়লেট তো নোংরা ছিলই, জলও ছিল না। সেই সঙ্গে এসিও কাজ করছিল না ঠিক করে। সেই সঙ্গে গোটা কামরাই ছিল অপরিষ্কার। প্রতীকী ছবি।
তাঁর থ্রি টিয়ার এসির টিকিট ছিল। ট্রেনের টয়লেট তো নোংরা ছিলই, জলও ছিল না। সেই সঙ্গে এসিও কাজ করছিল না ঠিক করে। সেই সঙ্গে গোটা কামরাই ছিল অপরিষ্কার। প্রতীকী ছবি।
advertisement
5/5
রেলকে বিষয়টি জানিয়েও কোনও কাজ হয়নি, তাই তিনি রেলের বিরুদ্ধে জেলা কনজিউমার কমিশনের দ্বারস্থ হন। সেখানেই রেলকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়, সঙ্গে যোগ হয় আইনি লড়াইয়ের জন্য অতিরিক্ত ৫০০০ টাকা। মোট ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেলকে। প্রতীকী ছবি।
রেলকে বিষয়টি জানিয়েও কোনও কাজ হয়নি, তাই তিনি রেলের বিরুদ্ধে জেলা কনজিউমার কমিশনের দ্বারস্থ হন। সেখানেই রেলকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়, সঙ্গে যোগ হয় আইনি লড়াইয়ের জন্য অতিরিক্ত ৫০০০ টাকা। মোট ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেলকে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement