সাইকেলে চেপে ২১-এর মঞ্চে মশা! ধর্মতলায় স্পটলাইট ছিনিয়ে নিলেন কে?
- Reported by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
মশাবাহিত ডেঙ্গির প্রকোপ বাড়ছে বর্ষায়। ঘরে ঘরে মানুষ এই রোগের শিকার। তাই মানবিক দিক থেকেই সচেতনতার বার্তা নিয়ে ধর্মতলা চত্বরে ঘুরে বেড়াচ্ছেন তৃণাঙ্কুর। মশার হাত থেকে বাঁচতে নিজেকে মশা সাজিয়ে সাধারন মানুষকে দিচ্ছেন সচেতনতার পাঠ।
কলকাতা: পশ্চিম মেদিনীপুর থেকে সাইকেল নিয়ে রওনা দিয়েছিলেন তিনি। গন্তব্য ধর্মতলা। ২১ জুলাইকেই আদর্শ দিন হিসেবে বেছে নিয়েছেন তৃণমূল সমর্থক তৃণাঙ্কুর পাল। তবে তাঁকে তো আর চেনাই যায় না! মঞ্চের সামনে যখন এসে সাইকেল থেকে নামলেন, সবাই দেখলেন এক মশাকে!
এক ঢিলে দুই পাখির পরিকল্পনা ছিল তাঁর। মশা সেজে ডেঙ্গি সচেতনতার প্রচারও করবেন, আবার দলনেত্রীর ভাষণও শুনবেন।
মশাবাহিত ডেঙ্গির প্রকোপ বাড়ছে বর্ষায়। ঘরে ঘরে মানুষ এই রোগের শিকার। তাই মানবিক দিক থেকেই সচেতনতার বার্তা নিয়ে ধর্মতলা চত্বরে ঘুরে বেড়াচ্ছেন তৃণাঙ্কুর। মশার হাত থেকে বাঁচতে নিজেকে মশা সাজিয়ে সাধারন মানুষকে দিচ্ছেন সচেতনতার পাঠ। তিনি বলছেন, “বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। নিয়মিত বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন।” এভাবেই নানা বিষয়ে সাধারন মানুষকে অভিনব উদ্যোগে সচেতন করছেন।
advertisement
advertisement
আজকের দিনটাকেই কেন বেছে নিলেন? প্রশ্নের উত্তরে তৃণাঙ্কুর বললেন,”বর্ষা আসতে না আসতেই আমি আমার এলাকায় প্রচার করি যাতে সাধারণ মানুষ ডেঙ্গিতে আক্রান্ত না হন। আর আজ যেহেতু ধর্মতলায় প্রচুর মানুষের সমাগম হবে সেই জন্যই একুশে জুলাই দিনটা বেছে নিলাম কলকাতায় আসার জন্য।”
advertisement
২১-এর সমাবেশে যোগ দিতে আজ সব পথ মিশেছে ধর্মতলায়। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য সকাল থেকেই এসে পৌঁছেছেন ধর্মতলায়। তাঁদের মধ্যেই অন্যতম তৃণমূল কর্মী তৃনাঙ্কুর পাল। তবে তাঁর উদ্দেশ্য কিছুটা আলাদাও। সেখানেই তিনি কেড়ে নিয়েছেন স্পটলাইট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 21, 2024 9:59 AM IST










