মরণফাঁদ চিনা মাঞ্জা ! মা উড়ালপুলে ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হয় এক ব্যক্তির !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
মা ফ্লাইওভার ধরে বাইকে করে সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি !
#কলকাতা: মরণফাঁদ চিনা মাঞ্জা ! ফের মাঞ্জার বলি হলেন আরও এক ব্যক্তি। কলকাতায় এর আগেও এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৫টা নাগাদ মা ফ্লাইওভারে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আক্তার খান। বয়স ৪০ বলে জানা যায়।
পুলিশ জানায়, মা ফ্লাইওভার ধরে বাইকে করে সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন খিদিরপুরের বাসিন্দা আক্তার খান। হঠাৎ ঘুড়ির সুতো তাঁর গলায় জড়িয়ে যায়। কেটে যায় গলা। এর মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান তিনি। খবর পেয়ে চলে আসে পুলিশ। রক্তাক্ত অবস্থায় তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2020 10:55 PM IST