Firearms Seized in Kolkata: অস্ত্র বিক্রি করতেন কলকাতায়! তাঁকে আটক করতেই চমকপ্রদ তথ্য পুলিশের হাতে!
- Reported by:Amit Sarkar
- Published by:Tias Banerjee
Last Updated:
Firearms Seized in Kolkata: অভিযুক্তকে আটক করে তল্লাশি চালানো হয়। নাম মহম্মদ ইসমাইল খান। সূত্রের খবর কোনও এক মধ্যসত্ত্বভোগীর মাধ্যমে অস্ত্রগুলো আসত ইসমাইলের কাছে।
কলকাতা: বিভিন্ন অস্ত্র কারবারীদের সঙ্গে যুক্ত তিনি। বাইরে থেকে আগ্নেয়াস্ত্র কিনে বিক্রি করতেন কলকাতায়? সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযুক্তকে আটক করে তল্লাশি চালানো হয়। নাম মহম্মদ ইসমাইল খান। সূত্রের খবর কোনও এক মধ্যসত্ত্বভোগীর মাধ্যমে অস্ত্রগুলো আসত ইসমাইলের কাছে। বিহারের মুঙ্গের থেকে তাঁর কাছে কার্তুজ-সহ আগ্নেয়াস্ত্র আসত বলে খবর। কার কাছে বিক্রি করতেন তিনি সেগুলো, তদন্ত করছে কলকাতা পুলিশ। স্পেশাল টাস্ক ফোরসের (STF) আগে কোনও কনসাইনমেন্ট এসেছিল কি না তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন- বাবার বকুনি খেয়ে ছেলে যে কাজ করল…! ঘণ্টার পর ঘণ্টা এলাকায় হুলুস্থূল কাণ্ড! ভাবতেই পারবেন না!
পুলিশ সূত্রে খবর, ইসমাইলের বয়স ৫৩ বছর। ভিল-কেতারিওয়ার তাঁর বাবার নাম। ঝাড়খণ্ডের ছাত্রা জেলার হান্টারগঞ্জ থানা এলাকার বাসিন্দা তিনি। এছাড়াও 12/4, পাটোয়ার বাগান লেন, রাজাবাজার, কলকাতার ঠিকানায় তাঁর আস্তানা রয়েছে। রাতে ইসমাইলের বৈঠকখানায় তল্লাশি চালায় পুলিশ। তাতে মোট ৩ খানা সিঙ্গল শট বন্দুক, 2 ২টি 7 এমএম সেমি অটোমেটিক পিস্তল, 50 রাউন্ড 8 এমএম লাইভ কার্তুজ এবং 40 রাউন্ড 7.65 এমএম লাইভ কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতা পুলিশের STF একটি অভিযোগ নথিভুক্ত করেছে। আগামীকাল, সোমবার ইসমাইলকে আদালতে পেশ করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 10, 2024 8:48 AM IST









