Fake Company : বাগুইআটিতে ভুয়ো কোম্পানি খুলে চলত এই কাণ্ড, দেখে চক্ষু চড়কগাছ পুলিশের

Last Updated:

Fake Company : প্রতারিত ব্যক্তিরা কেউ তিন লক্ষ কেউ আশি হাজার আবার কেউ তার থেকেও বেশি টাকা বিনিয়োগ করেন। কেউ গহনা বন্ধক রেখে বিনিয়োগ করেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#বাগুইআটি: বাগুইআটি কেষ্টপুরে ভুয়ো কোম্পানি খুলে শতাধিক ব্যক্তিকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করে তা ফেরত না দেওয়ার অভিযোগ। অভিযোগ, কোম্পানির নাম করে আইডি কিনিয়ে সেই টাকা আত্মসাৎ করেছে ভুয়ো কোম্পানির আধিকারিকেরা। প্রতারিত মহিলা ও পুরুষদের অভিযোগ, বিগত তিন মাস আগের বি আর এস ইনফোটেক নামে এক কোম্পানির সঙ্গে যোগাযোগ হয়। এরপরে অধিকারীকেরা তাদের প্রভাবিত করে কোম্পানিতে বিনিয়োগ করতে।
তারপরে প্রতারিত ব্যক্তিরা কেউ তিন লক্ষ কেউ আশি হাজার আবার কেউ তার থেকেও বেশি টাকা বিনিয়োগ করেন। কেউ গহনা বন্ধক রেখে বিনিয়োগ করেন। এরপরে তা ফেরতের সময় আসতে তারা জানতে পারে পুরোটা ভুয়ো এবং তারা প্রতারিত হয়েছেন। তারপরে বুধবার কেষ্টপুরে কোম্পানির অফিসে যান প্রতারিত ব্যক্তিরা। এরপরেই কোম্পানির আধিকারিকদের সঙ্গে শুরু হয় বচসা।
advertisement
advertisement
সেই বচসা চলাকালীন বাগুইআটি থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং ভুয়ো কোম্পানির আধিকারিকদের আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তাঁরা। যদিও প্রতারিত ব্যক্তিরা এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি।
advertisement
Anup Chakrabarty
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Company : বাগুইআটিতে ভুয়ো কোম্পানি খুলে চলত এই কাণ্ড, দেখে চক্ষু চড়কগাছ পুলিশের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement