Home /News /kolkata /
দমদমে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দমদমে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Representational Image

Representational Image

মেসে রহস্যজনকভাবে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার। দমদমের ঘুঘুডাঙা ফাঁড়ির কাছে, মধুগড় খালপাড়ের ঘটনা। এখানকার রেখা ভবনে মেস করে থাকেন অনেকেই।

  • Share this:
    #কলকাতা: মেসে রহস্যজনকভাবে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার। দমদমের ঘুঘুডাঙা ফাঁড়ির কাছে, মধুগড় খালপারের ঘটনা। এখানকার রেখা ভবনে মেস করে থাকেন অনেকেই। আরও পড়ুন :  বিকেলে কলকাতা সহ উত্তর-দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভবনা ভবনের এক বাসিন্দার দাবি, ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের বাড়ি বর্ধমানে বলে জানা গেছে মেস সূত্রে । মৃতর কয়েকদিন  আগেই বিয়ে হয়েছে । ঘটনার তদন্তে দমদম থানার পুলিশ, মৃত ব্য়ক্তির পরিচয় সংক্রান্ত তথ্য় সংগ্রহ করা হয়েছে ৷ খতিয়ে দেখা হচ্ছে মৃতের মোবাইল ফোনের কল লিস্টও ।
    First published:

    Tags: Burdwan, Died Body, DumDum

    পরবর্তী খবর