#দেগঙ্গা: টাকি রোডের দেগঙ্গা বাজারের ভয়াবহ দুর্ঘটনা। রাস্তায় বসে থাকা সবজিওয়ালাদের রীতিমতো চাপা দিয়ে চলে গেল একটি বোলেরো গাড়ি। এই ঘটনায় আট থেকে দশ জন আহত হয়েছে। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারাসাত হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের বিশ্বনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।
অভিযোগ বসিরহাটের দিক থেকে বারাসাত দিকে যাচ্ছিল বলেরো গাড়িটি। স্থানীয়দের অভিযোগ এক মহিলাকে ড্রাইভার সিটে ড্রাইভিং শেখাছিল তার চালক। পাশেই বসে ছিল সে। হঠাৎই দেগঙ্গা সবজি বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর পাঁচটি সবজি দোকানের উপর দিয়ে গাড়িটি চলে যায়। এই ঘটনায় চার পাঁচজন সবজি চাষি ও পাঁচজন সবজি বিক্রেতা আহত হয়।
আরও পড়ুন-১০০ কোটি টিকাদান! অভিনব প্রচার কৌশল সরকারের, কোমর বেঁধে নামবে বিজেপি
খবর পেয়ে চলে আসে দেগঙ্গা থানার পুলিশ পুলিশ দ্রুত আহতদেরকে উদ্ধার করে বিশ্বনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। দুজনের অবস্থা আশঙ্কাকাজনক হওয়ায় বারাসাত জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। মহিলা চালকসহ বোলেরো গাড়ি আটক করেছে দেগঙ্গা থানার পুলিশ।
উল্লেখ্য এই গাড়িটি এমনিতে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হতো। আজ সেই গাড়ির স্টিয়ারিং ধরেন ওই মহিলা। তারপরেই এই দুর্ঘটনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Car Accident