Car crashed 10 people| Bengali news| চালকের জায়গায় অন্য কেউ! দেগঙ্গায় একে একে দশজনকে ধাক্কা বোলেরোর! তারপর...
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Car crashed 10 people| Bengali news| উল্লেখ্য এই গাড়িটি এমনিতে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হতো। আজ সেই গাড়ির স্টিয়ারিং ধরেন ওই মহিলা। তারপরেই এই দুর্ঘটনা।
#দেগঙ্গা: টাকি রোডের দেগঙ্গা বাজারের ভয়াবহ দুর্ঘটনা। রাস্তায় বসে থাকা সবজিওয়ালাদের রীতিমতো চাপা দিয়ে চলে গেল একটি বোলেরো গাড়ি। এই ঘটনায় আট থেকে দশ জন আহত হয়েছে। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারাসাত হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের বিশ্বনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।
অভিযোগ বসিরহাটের দিক থেকে বারাসাত দিকে যাচ্ছিল বলেরো গাড়িটি। স্থানীয়দের অভিযোগ এক মহিলাকে ড্রাইভার সিটে ড্রাইভিং শেখাছিল তার চালক। পাশেই বসে ছিল সে। হঠাৎই দেগঙ্গা সবজি বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর পাঁচটি সবজি দোকানের উপর দিয়ে গাড়িটি চলে যায়। এই ঘটনায় চার পাঁচজন সবজি চাষি ও পাঁচজন সবজি বিক্রেতা আহত হয়।
advertisement
advertisement
খবর পেয়ে চলে আসে দেগঙ্গা থানার পুলিশ পুলিশ দ্রুত আহতদেরকে উদ্ধার করে বিশ্বনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। দুজনের অবস্থা আশঙ্কাকাজনক হওয়ায় বারাসাত জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। মহিলা চালকসহ বোলেরো গাড়ি আটক করেছে দেগঙ্গা থানার পুলিশ।
উল্লেখ্য এই গাড়িটি এমনিতে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হতো। আজ সেই গাড়ির স্টিয়ারিং ধরেন ওই মহিলা। তারপরেই এই দুর্ঘটনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2021 4:17 PM IST