ফের শহরে ডেঙ্গির বলি, হাওড়ার ৯ বছরের শিশুর মৃত্যু

Last Updated:

আপৎকালীন বিভাগে নিয়ে আসার পর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর শিশুটিকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়।  বুধবার ভোর ৩:১৩ মিনিটে মৃত্যু হয় শিশুটির।

ফের শহরে ডেঙ্গির বলি
ফের শহরে ডেঙ্গির বলি
#দেবাশিস চৌধুরী, হাওড়া: ডেঙ্গির বলি ৯ বছরের শিশু। হাওড়ার তিলপুকুর এলাকার বাসিন্দা ওই শিশুকে মঙ্গলবার রাত পৌনে ৯টা নাগাদ এএমআরআই মুকুন্দুপুর হাসপাতালে নিয়ে আসা হয়। তখন জ্বরে আক্রান্ত ছিল শিশুটি। আপৎকালীন বিভাগে নিয়ে আসার পর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর শিশুটিকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়।  বুধবার ভোর ৩:১৩ মিনিটে মৃত্যু হয় শিশুটির।
আরও পড়ুন: কাজ হল না মোদির ফোনেও, হিমাচলের ভোটে লড়ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা
প্রতিদিনই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় শুধু নয়, উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর আসছে, খবর আসছে মৃত্যুরও৷ সেই পরিস্থিতিতেই দাঁড়িয়ে ডেঙ্গি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিতে আরও তৎপরতা দেখাচ্ছে রাজ্য প্রশাসন৷ সেই কারণেই এ বারে রাজ্যের বিভিন্ন অংশে যাচ্ছে চিকিৎসকদের সার্ভেলেন্স টিম৷
advertisement
advertisement
রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে এ বার জেলায় জেলায় যাবে রাজ্য স্বাস্থ্য দফতরের দল৷ সেখানে পরিস্থিতি কেমন চলছে, তা খতিয়ে দেখবে এই দল৷ কী দেখবে তা সম্পর্কেও বলা হয়েছে৷ এই সার্ভেলেন্স দল বা নজরদারির দল দেখবে, নির্দিষ্ট জেলায় কেমন চলছে ডেঙ্গি চিকিৎসা, কেমন চলছে ফিভার ক্লিনিক, সেগুলি ঠিক মতো কাজ করছে কি না, তাও খতিয়ে দেখা হবে৷ চিকিৎসকদের নিয়ে এই দল তৈরি হবে৷ থাকবেন শহরের বিশেষজ্ঞরাও থাকবেন৷ রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেই নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রয়োজনে হাসপাতালগুলিতে বাড়াতে হবে বেডের সংখ্যাও৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের শহরে ডেঙ্গির বলি, হাওড়ার ৯ বছরের শিশুর মৃত্যু
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement