নন্দীগ্রামেই ৮৮ শতাংশ, ভোট দানের হারে প্রথম দফাকেও ছাপিয়ে গেল দ্বিতীয় দফা

Last Updated:

দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগণায় ভোট গ্রহণ হয় বৃহস্পতিবার৷

দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগণায় ভোট গ্রহণ হয় বৃহস্পতিবার৷ নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, চার জেলায় গড় ভোটদানের হার ছিল ৮৬.১১ শতাংশ৷ সবথেকে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুর জেলাতেই৷ সেখানে ভোট দানের হার ছিল ৮৭.৪২ শতাংশ৷
এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে ভোট দানের হার ছিল ৮৩.৮৪ শতাংশ৷ বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগণায় তা ছিল যথাক্রমে ৮৬.৯৮ এবং ৮৬.১১ শতাংশ৷ তবে যে তিরিশটি আসনে বৃহস্পতিবার ভোট হয়েছে, তার মধ্যে ভোট দানের সর্বাধিক হার ছিল বাঁকুড়ার কোতুলপুরে (৯০ শতাংশ)৷ গত ২৭ মার্চ প্রথম পর্যায়ের তিরিশটি আসনে ভোটদানের হার ছিল ৮২ শতাংশের কিছু বেশি৷
advertisement
advertisement
দ্বিতীয় দফার ভোটে সবার নজরে ছিল নন্দীগ্রাম৷ ভোট শেষের পর একদিকে তৃণমূল প্রার্থী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, নন্দীগ্রামের ৯০ শতাংশ ভোট পাবে শাসক দলই৷ আবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও আত্মবিশ্বাসী, ভোট বেশি পড়ার অর্থ তিনিই জিতছেন৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
নন্দীগ্রামেই ৮৮ শতাংশ, ভোট দানের হারে প্রথম দফাকেও ছাপিয়ে গেল দ্বিতীয় দফা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement