নন্দীগ্রামেই ৮৮ শতাংশ, ভোট দানের হারে প্রথম দফাকেও ছাপিয়ে গেল দ্বিতীয় দফা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগণায় ভোট গ্রহণ হয় বৃহস্পতিবার৷
দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগণায় ভোট গ্রহণ হয় বৃহস্পতিবার৷ নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, চার জেলায় গড় ভোটদানের হার ছিল ৮৬.১১ শতাংশ৷ সবথেকে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুর জেলাতেই৷ সেখানে ভোট দানের হার ছিল ৮৭.৪২ শতাংশ৷
এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে ভোট দানের হার ছিল ৮৩.৮৪ শতাংশ৷ বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগণায় তা ছিল যথাক্রমে ৮৬.৯৮ এবং ৮৬.১১ শতাংশ৷ তবে যে তিরিশটি আসনে বৃহস্পতিবার ভোট হয়েছে, তার মধ্যে ভোট দানের সর্বাধিক হার ছিল বাঁকুড়ার কোতুলপুরে (৯০ শতাংশ)৷ গত ২৭ মার্চ প্রথম পর্যায়ের তিরিশটি আসনে ভোটদানের হার ছিল ৮২ শতাংশের কিছু বেশি৷
advertisement
advertisement
দ্বিতীয় দফার ভোটে সবার নজরে ছিল নন্দীগ্রাম৷ ভোট শেষের পর একদিকে তৃণমূল প্রার্থী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, নন্দীগ্রামের ৯০ শতাংশ ভোট পাবে শাসক দলই৷ আবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও আত্মবিশ্বাসী, ভোট বেশি পড়ার অর্থ তিনিই জিতছেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 02, 2021 8:25 PM IST