সাউথ সিটির কাছে বিখ্যাত রেস্তোরাঁয় হঠাৎ হামলা, চলল ভাঙচুর, হুমকি
Last Updated:
আচমকা ভাঙচুর চালানোর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রেস্তোরাঁর কর্মীরা ৷ সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন লেক থানায় ৷
#কলকাতা: সাউথ সিটির বিপরীতে জনবহুল এলাকায় একটি রেস্তোরাঁয় ভাঙচুর ৷ ভাঙচুর চালাল ৮জন দুষ্কৃতী ৷ এদিন আচমকা বিকেল তিনটে নাগাদ ৮জন রেস্তোরাঁতে ঢোকে ৷ ঢুকেই ম্যানেজারের কাছে মালিক অর্ণব চট্টোপাধ্যায়ের খোঁজ করে ৷ তাঁকে তুলে নিয়ে যাওয়া হবে বলেও জানায় তারা ৷ মালিকের কোনও খোঁজ না পাওয়ায় রেস্তোরাঁয় ভাঙচুর চালানো হয় ৷ ম্যানেজারকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷ রেষ্টুরেন্ট চালালে সবাইকে গুলি করা মারা হবে বলে হুমকি দেওয়া হয় ৷ আচমকা ভাঙচুর চালানোর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রেস্তোরাঁর কর্মীরা ৷ সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন লেক থানায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে লেক থানার পুলিশ ৷ দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 06, 2019 7:47 PM IST