অধ্যাপক নিয়োগে বড় আপডেট! কলেজে নিয়োগের পরীক্ষা আগামী ৮ জানুয়ারি
- Published by:Satabdi Adhikary
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
কমিশন সূত্রে খবর, পরীক্ষা শুরুর আগে যাতে কোনও ভাবেই প্রশ্নপত্র ফাঁস না হয়ে যায়, তার জন্য থাকছে বিশেষ নজরদারির ব্যবস্থা। এ ক্ষেত্রে, পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া হতে পারে বলেও কমিশন সূত্রের খবর।
#কলকাতা: গত ১১ ডিসেম্বর রাজ্যজুড়ি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট। এবার কলেজে অধ্যাপক নিয়োগের পরীক্ষারও তোড়জোড় শুরু হয়ে গেল। আগামী ৮ জানুয়ারি 'স্টেট এলিজিবিলিটি টেস্ট' বা সেট। এই ডিসেম্বর থেকেই সেই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিল কলেজ সার্ভিস কমিশন।
কমিশন সূত্রের খবর, এবারের সেট দিতে চলেছেন ৮৫ হাজার পরীক্ষার্থী। রাজ্যজুড়ে মোট ১১০টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। মূলত, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকেই পরীক্ষাকেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে।
সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করার জন্য একগুচ্ছ নির্দেশিকা সহ গাইডলাইন প্রকাশ করেছে কমিশন। গাইডলাইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে রেজিস্ট্রার এবং কলেজগুলির ক্ষেত্রে কলেজের অধ্যক্ষদের উপরে থাবে পরীক্ষা পরিচালনার মূল ভার।
advertisement
advertisement
আরও পড়ুন- চাকরি যাওয়া ম্যানেজার থেকে বিশ্বকাপ জেতা কোচ! স্কালোনিতে ডুবে গোটা আর্জেন্টিনা
শুধু তাই নয়, কমিশনের তরফে প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে দু-জন করে অবজার্ভার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধ্যাপক, সহকারী অধ্যাপকেরা এই পরীক্ষা পরিচালনার কাজে নিযুক্ত থাকবেন।
কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাই হবেন নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ অফিসার। তাঁদের নেতৃত্বেই পরীক্ষা প্রক্রিয়া চলবে। অর্থাৎ, প্রশ্নপত্র খোলা, বিতরণ, সবই এই আধিকারিকদের তত্ত্বাবধানে হবে। সম্প্রতি প্রাথমিকের ডি এল এড পরীক্ষায়, পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই তাই প্রশ্নপত্র নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে কলেজ সার্ভিস কমিশন।
advertisement
আরও পড়ুন- ৩৬ বছর পর মেসির হাতেই বিশ্বসেরা মারাদোনার দেশ, নীল সাদা আকাশের পুরোটাই আর্জেন্টিনা!
কমিশন সূত্রে খবর, পরীক্ষা শুরুর আগে যাতে কোনও ভাবেই প্রশ্নপত্র ফাঁস না হয়ে যায়, তার জন্য থাকছে বিশেষ নজরদারির ব্যবস্থা। এ ক্ষেত্রে, পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া হতে পারে বলেও কমিশন সূত্রের খবর।
advertisement
নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে প্রত্যেকটি কলেজ ও বিশ্ববিদ্যালয় সিসিটিভি রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ সার্ভিস কমিশনের পাশাপাশি, ইউজিসির পর্যবেক্ষকেরাও এই পরীক্ষায় বিশেষ নজরদারি চালাবেন। সব মিলিয়ে এবার সেট-কে কেন্দ্র করে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কলেজ সার্ভিস কমিশন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
December 19, 2022 1:37 PM IST