চিকিৎসকদের খারাপ হাতের লেখা-বানান ভুলে দেশে বছরে ৭০০০ রোগীর মৃত্যু! গবেষণায় চাঞ্চল্য
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
প্রতিবছর শুধু ভারতবর্ষে ৭০০০ রোগী ডাক্তারের খারাপ হাতের অক্ষরের জন্য ভুল ওষুধ খেয়ে মারা যায়। ব্রিটেনে ৩০ হাজার রোগী একই কারণে মারা যান। আমেরিকায় সেই সংখ্যাটা বছরে প্রায় ১ লক্ষ।
#কলকাতাঃ অনেক সময় আমরা ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ দোকানে গেলে, দোকানদার চশমা পরিবর্তন করে প্রেসক্রিপশন পড়ার চেষ্টা করেন। এমনকি সবাই মিলে প্রেসক্রিপশন পড়ে ওষুধের নাম উদ্ধার করার চেষ্টা করে। এমনও দেখা যায় ডাক্তারের প্রেসক্রিপশনের লেখা ওষুধটি না বুঝতে পেরে অনুমান করে দোকানদাররা ওষুধ দিয়ে দেন। এ রকম ঘটনা হাসপাতালে আইসিইউ রোগীদের ক্ষেত্রেও ঘটে।
উপায় কি?
গবেষণা বলছে প্রতিবছর শুধু ভারতবর্ষে ৭০০০ রোগী ডাক্তারের খারাপ হাতের অক্ষরের জন্য ভুল ওষুধ খেয়ে মারা যায়। ব্রিটেনে প্রতিবছর ৩০ হাজার রোগী একই কারণে মারা যান। আমেরিকায় সেই সংখ্যাটা বছরে প্রায় ১ লক্ষ। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। ন্যাশনাল মেডিক্যাল জার্নাল অফ ইন্ডিয়া ১৮' অনুসারে ভারতবর্ষে ৭০০০ রোগী ডাক্তারের খারাপ হাতের লেখা ও বানান ভুলের জন্য মারা যান। এই নিয়ে বিস্তর লেখালেখি হলেও এখনও পর্যন্ত কোনওভাবে এই অভিযোগের সুরাহা হয়নি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ব্রেকফাস্ট স্কিপ করছেন? সাবধান, না-হলে আজই শরীরে হানা দেবে এইসব প্রাণঘাতী রোগ!
নাম জানাতে অনিচ্ছুক 'কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট'রা বেশিরভাগ ডাক্তারের খারাপ হাতের লেখা এবং বানান ভুলের জন্য প্রেসক্রিপশন ফিরিয়ে দেন। অনেকে আবার অনুমানের ওপর নির্ভর করে ওষুধ দিয়ে দেন। সেখানেই বিপত্তি ঘটে। আরও ভয়ঙ্কর অভিযোগ, এই ধরনের সমস্যা হাসপাতালের আইসিসিউতেও ঘটে। যেখানে নার্সদের ওপর দায় চাপানো হয়।
advertisement
এ রকম কেন হয়?
বিশেষজ্ঞদের মতে, একজন ডাক্তার অতিরিক্ত রোগী দেখতে গিয়ে তাড়াহুড়োতে এই ধরনের প্রেসক্রিপশন করে ফেলেন অনেক সময়। গবেষণা বলছে, ১০০ প্রেসক্রিপশনের মধ্যে চল্লিশটি পুরুষ এবং কুড়িটি মহিলা চিকিৎসকের হাতের লেখা খারাপ। যা পড়ে অনেক সময়, সেই ডাক্তার পরে নিজেও উদ্ধার করতে পারে না।
এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিক কম্পিউটারাইজড প্রেসক্রিপশন দিচ্ছেন। কিন্তু ৯০% ডাক্তার এখনও পর্যন্ত হাতে লিখে প্রেসক্রিপশন করেন। রোগীদের জীবনের ঝুঁকি থাকলেও, এখনও সচেতন নয় চিকিৎসকমহল। খারাপ হাতের লেখা ও বানান ভুলের জন্য কী কোনও পদক্ষেপ নিতে পারে সরকার? সেদিকে তাকিয়ে ভুক্তভুগী রোগীরা!
advertisement
শঙ্কু সাঁতরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2022 1:32 PM IST