West Bengal Election 2021 Phase 1: ভোট দানের হারে এগিয়ে পশ্চিম মেদিনীপুর, ১১টা পর্যন্ত ভোটের হার কত? জানুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের হিসেবে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৪.৬১ শতাংশ। অন্যদিকে, অসমে সকাল ন'টা পর্যন্ত ভোটদানের হার ৮.৮৪ শতাংশ।
#কলকাতাঃ শনিবার থেকেই শুরু হয়ে গেল নবান্ন দখলের লড়াই (West Bengal Election 2021)। আর রাজ্যের ৩০ আসনে প্রথম দফার (Phase 1) ভোটগ্রহণ শুরু হতেই দিকে-দিকে অশান্তি শুরু হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে অসমেও।
সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের হিসেবে সকাল ন'টা পর্যন্ত ভোট পড়েছে ৭.৭২ শতাংশ। অন্যদিকে, অসমে সকাল ন'টা পর্যন্ত ভোটদানের হার ৮.৮৪ শতাংশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা তথ্য অনুযায়ী, ভোটের লাইনে মহিলাদের ভিড় অনেক বেশি।
8.84% and 7.72% voter turnout recorded till 9 am, in the first phase of polling in Assam and West Bengal Assembly elections, respectively: Election Commission of India
(Visuals from a polling centre in Patashpur, East Midnapore District, West Bengal) pic.twitter.com/mi51MHElor — ANI (@ANI) March 27, 2021
advertisement
advertisement
আরও দু'ঘণ্টা পেরিয়ে গিয়েছে ভোটগ্রহণ পর্বের। নির্বাচন কমিশনের হিসেবে সকাল ন'টা পর্যন্ত ভোট পড়েছে ২৪.৬১ শতাংশ। ভোটের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভায়। সেখানে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪২.৫৫ শতাংশ। গোটা পশ্চিম মেদিনীপুরেরই ভোটদানের হার সর্বাধিক, ৩৫.৯০ শতাংশ।
একুশের বিধানসভা ভোটের আজ প্রথম দফা। প্রথম দফায় দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের ৩০ কেন্দ্রে ভোটগ্রহণ। মোট ১০ হাজার ২৮৮ বুথে ভোটগ্রহণ হবে।
advertisement
এ বার নির্বিঘ্নে ভোট করা কমিশনের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে মাথায় রেখে প্রথম দফার ভোটে ৬৭ হাজার ১০০ আধাসেনা মোতায়েন করেছে কমিশন। থাকছে কুইক রেসপন্স টিম। প্রতি বুথে ৪ জন করে আধাসেনা ও ১ জন রাজ্য পুলিশ থাকছে। পশ্চিম মেদিনীপুরে থাকছে ১৩ হাজার ৯০০ আধাসেনা। পূর্ব মেদিনীপুরে ১৬ হাজার ৯০০ আধাসেনা। বাঁকুড়ায় ৯ হাজার ২০০ এবং পুরুলিয়ায় ১৮ হাজার ৬০০ আধাসেনা থাকছে। এছাড়া ঝাড়গ্রামের চার আসনে থাকছে ১৪ হাজার ৪০০ আধাসেনা। করোনা পরিস্থিতিতে বুথেও থাকছে বিশেষ ব্যবস্থা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2021 10:22 AM IST