ব্র‌িজ ভাঙতেই অটোর জুলুম, রুখতে ৬০টি নতুন বাস বেহালা রুটে

Last Updated:

ব্রিজ ভাঙার পর থেকেই অটোচালকরা ইচ্ছেমতো ভাড়া চাওয়া শুরু করেছে৷ একে যানজট, তার উপর অটোর জুলুমে নাজেহাল দশা সাধারণ মানুষের৷ পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে নালিশ জানান স্থানীয় কাউন্সিলাররা৷ এরপরই নড়েচড়ে বসেন মন্ত্রী৷

#কলকাতা: মাঝেরহাট ব্রিজ ভাঙার জেরে চরম দুর্ভোগে পড়া মানুষের জন্য ৬০টি নতুন বাসের ঘোষণা করল রাজ্য পরিবহণ দফতর৷ ৫টি রুটে চলবে এই বাসগুলি৷ বেহালা ১৪ নং-কালীঘাট রুট, বেহালা চৌরাস্তা-টালিগঞ্জ রুট, জোকা-মাঝেরহাট ও জোকা-বারাসত রুটে চলবে বাসগুলি৷
ব্রিজ ভাঙার পর থেকেই অটোচালকরা ইচ্ছেমতো ভাড়া চাওয়া শুরু করেছে৷ একে যানজট, তার উপর অটোর জুলুমে নাজেহাল দশা সাধারণ মানুষের৷ পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে নালিশ জানান স্থানীয় কাউন্সিলাররা৷ এরপরই নড়েচড়ে বসেন মন্ত্রী৷
পরিবহণ দফতর জানিয়েছে, পরিবহণ আধিকারিক ও পুলিশের যৌথ ফ্লাইং স্কোয়াড অভিযান চালাবে৷ ভাড়া নিয়ে অটোচালকদের জুলুম রুখতেই এই ধরনের ব্যবস্থা নিল পরিবহণ দফতর৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
ব্র‌িজ ভাঙতেই অটোর জুলুম, রুখতে ৬০টি নতুন বাস বেহালা রুটে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement