Tab Incident: ট্যাবের টাকা পেলই না ৫০০ পড়ুয়া, কারণ শুনলে মাথা ঘুরে যাবে! কঠোর অবস্থান নিচ্ছে নবান্ন

Last Updated:

স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল আগেই, এবার অ্যাকাউন্ট নম্বর ভুল থাকার জন্য কলকাতা-সহ ৮০টির বেশি স্কুলের পড়ুয়াদের টাকা আটকে গেল। কলকাতা এবং তাঁর পার্শ্ববর্তী এলাকার মোট ৮০টি স্কুলের মোট ৫০০ জন পড়ুয়ার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে।

বিভিন্ন সমস্যায় ট্যাবের টাকাই পেলেন না প্রায় ৫০০ পড়ুয়া। প্রতীকী ছবি
বিভিন্ন সমস্যায় ট্যাবের টাকাই পেলেন না প্রায় ৫০০ পড়ুয়া। প্রতীকী ছবি
কলকাতা: স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল আগেই, এবার অ্যাকাউন্ট নম্বর ভুল থাকার জন্য কলকাতা-সহ ৮০টির বেশি স্কুলের পড়ুয়াদের টাকা আটকে গেল। কলকাতা এবং তাঁর পার্শ্ববর্তী এলাকার মোট ৮০টি স্কুলের মোট ৫০০ জন পড়ুয়ার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে।
সূত্রের খবর, কিছুদিন আগেই ট্যাবের টাকা নয়ছয়ের বিষয়টি সামনে আসে। এরপরেই নড়েচড়ে বসে রাজ্য শিক্ষা দফতর। এই বিষয়ে কলকাতার জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে রিপোর্ট চাওয়া হলে এই অভিযোগ সামনে আসে। ট্যাবের টাকা ‘গায়েব’ হয়েছিল বলে প্রথমে অভিযোগ উঠেছিল। এরপরেই তথ্য যাচাইয়ের ব্যবস্থা করা হয়। সূত্রের খবর, শহরের প্রায় পাঁচশোর কাছাকাছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই অ্যাকাউন্টগুলিতে কোনও টাকা আসে নি বলে অভিযোগ।
advertisement
তথ্য যাচাই করতে দেখা গিয়েছে, কোনও কোনও ব্যাঙ্কের অ্যাকাউন্টে নম্বরে ভুল রয়েছে আবার কোথাও আইএফএসসিতে ভুল রয়েছে। কোথাও কোথাও আবার কেওয়াইসিতেও রয়েছে সমস্যা। অনেকক্ষেত্রে আবার দেখা গিয়েছে যে, সবকিছু ঠিক থাকলেও টাকা প্রবেশ করেনি অ্যাকাউন্টে।
advertisement
রাজ্য সরকারের পক্ষ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য পড়াশোনার জন্য ট্যাব কেনার ক্ষেত্রে ১০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু, অর্থ ঠিক মতো এসে পৌঁছায়নি বলে অভিযোগ ওঠে।
advertisement
প্রথমে পূর্ব বর্ধমানে অভিযোগ উঠলেও ধীরে ধীরে তাঁর বিস্তার হয় কলকাতাতেও। এরপরেই তদন্তে নামে শিক্ষা দফতর। তথ্য যাচাই করতেই সামনে আসে এই ঘটনা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tab Incident: ট্যাবের টাকা পেলই না ৫০০ পড়ুয়া, কারণ শুনলে মাথা ঘুরে যাবে! কঠোর অবস্থান নিচ্ছে নবান্ন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement