আমফানের ক্ষতিপূরণ চেয়ে আবেদন পাঁচ লক্ষ সাত হাজার

Last Updated:

আমফানের ক্ষতিপূরণের টাকা চেয়ে আবেদন করলেন ৫লক্ষ ৭০ হাজার মানুষ৷

#কলকাতা: আমফানের ক্ষতিপূরণের টাকা চেয়ে আবেদন করলেন ৫লক্ষ ৭০ হাজার মানুষ৷  আমফান এ ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষোভ দূর করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যাঁরা বঞ্চিত হয়েছেন, ক্ষতিপূরণের টাকা পাননি  তাঁরা  আবেদন করতে পারবেন।
অগাস্ট মাসের ৬ ও ৭ এই দুই দিন নির্ধারিত করা হয়েছিল আবেদন করার জন্য। নবান্ন সূত্রে খবর, এই দুদিনে রাজ্য জুড়ে মোট প্রায় ৫ লক্ষ ৭০ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি ২ লক্ষ ৭ হাজার আবেদন জমা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। এরপরই দক্ষিণ ২৪ পরগনা জেলায় আবেদন জমা পড়েছে ১ লক্ষ ৪৭ হাজার। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা জেলা। এই জেলায় আবেদন জমা পড়েছে ১ লক্ষ ১৭ হাজার। এছাড়াও হাওড়া, হুগলি, কলকাতা পুরসভা এলাকা, ও রাজ‍্যের বিভিন্ন জেলা থেকে এই বিশাল পরিমানে ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে। যা দেখে চোখ কপালে নবান্নের শীর্ষ আধিকারিকদের। যে আবেদন জমা পড়েছে সেই তালিকা আগামী ১৪ অগাস্ট বিভিন্ন জেলাশাসক এর দফতর, এসডিও অফিস ও মিউনিসিপ্যালিটির অফিসে টাঙিয়ে দেওয়া হবে। এরপর তা ঝাড়াই বাছাই করে ১৯ আগস্ট চূড়ান্ত তালিকা "এগিয়ে বাংলা" ওয়েবসাইটে টাঙিয়ে দেওয়া হবে।
advertisement
SOURAV GUHA
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আমফানের ক্ষতিপূরণ চেয়ে আবেদন পাঁচ লক্ষ সাত হাজার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement