Kolkata Police: এক ধাক্কায় বাড়ছে আরও ৩৫০০ সিসিটিভি, আরও সজাগ থাকতে বাড়তি তৎপরতা লালবাজারে
- Published by:Debalina Datta
- Written by:SUSOBHAN BHATTACHARYA
Last Updated:
নির্ভয়া তহবিল থেকে সিসি ক্যামেরা বসছে শহরের গুরুত্বপূর্ণ এলাকায়...
#কলকাতা: পুলিশের বেশিরভাগ তদন্তের সমাধান হয় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে, শহরের নিরাপত্তার খাতিরে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও বিশেষত দুর্ঘটনায় দ্রুত দোষীর নাগাল পেতে সিসি ক্যামেরা ফুটেজের সাহায্য নেয় পুলিশ। এবার আরও বাড়তি নজরদারি করতে শহরের রাস্তায় বসতে চলেছে সিসি ক্যামেরা।
আগে থেকেই সিসি ক্যামেরা শহরের নানা গুরুত্বপূর্ণ জায়গা সহ দুর্ঘটনাপ্রবণ এলাকায় বসানো ছিল, নানা বিষয়কে মাথায় রেখেই ২৫০০ অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরা বসানো ছিল, এবার কলকাতা পুলিশের তরফে আরও ৩৫০০ সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে লালবাজারের তরফে। পুলিশ সূত্রে খবর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হিসাব অনুযায়ি ৬ হাজার অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরার মধ্যে ৩৫০০ বসানোর কাজ শুরু হচ্ছে।
advertisement
advertisement
গোয়েন্দাদের মতে, এই ধরনের উন্নত প্রযুক্তি সম্পন্ন দুর্ঘটনাপ্রবন এলাকা, নির্জন বসতি, শহরের ফাঁকা জায়গার মত অর্থাৎ পুলিশের নজর এড়িয়ে অপরাধ সংগঠিত হতে পারে সেই সমস্ত জায়গাতেও বসানো হচ্ছে ওই ৩৫০০ সিসি ক্যামেরা।
advertisement
এছাড়াও কোন দুর্ঘটনার সময় দ্রুত ঘাতক গাড়ির নম্বর সংগ্রহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ওই বিশেষ প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরা, এতদিন শহরে তার সংখ্যা ছিল মাত্র ২৫ টি। এবার শহরকে আরও সুরক্ষিত করতে ও দ্রুত গাড়ির নম্বর তদন্তকারী অফিসারদের নজর আনতে ৫০ টি বিশেষ প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরা বসানো হবে। অর্থাৎ শহরকে আরও সুরক্ষিত করতে দ্বিগুণ বিশেষ প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরা বসানো সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ । যদিও এই সমস্ত কাজ করতে বিপুল পরিমাণের অর্থের প্রয়োজন , তা নির্ভয়া তহবিল থেকে খরচ করা হবে কলকাতা পুলিশ সূত্রে খবর। যদিও ক্রাইম রেকর্ড অনুযায়ী এই বছর হোমিসাইড বিভাগের কেস আছে ৩৪ টি, যা সর্বশেষ হিসাব অনুযায়ী ২০২১ সালে ছিল ৪৫ টি।
advertisement
একইভাবে কমেছে ডাকাতি মহিলাদের অত্যাচারের মত ঘটনার ভয়াবহতা। ২০২১ সালের হিসাব অনুযায়ী কমেছে কিছুটা ডাকাতির মত ঘটনা। ২১ টি ডাকাতির মত ঘটনা ২০২১ সালে হয়েছে ২৩ টি, যা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে বলে মনে করেন পুলিশের একাংশ। শহরের বুকে মহিলাদের অত্যাচারের মত ঘটনাও ঘটে মাঝে মধ্যেই, গতবছর মহিলাদের অত্যাচারের নিরিখে ২০২১ সালে ছিল ৩৪ টি, যার বর্তমানে ৩৩ টি।
advertisement
Susovan Bhattacharjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2023 7:07 AM IST