Picnic New Rules: পিকনিক করার নামে যা নয় তাই করা! এবার বন্ধ সদা সতর্ক থাকছে পুলিশ

Last Updated:

পিকনিক করতে আসছেন তাদের একটি নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। যদি সেই নিয়ম মানা না হয় তাহলে পিকনিকের আনন্দ মাটি হতে পারে।

+
পিকনিক

পিকনিক করতে এসে মানতে হবে এই নিয়ম

#বীরভূম : চারদিকে শুরু হয়ে গিয়েছে পিকনিকের মরসুম। পিকনিকের মরশুম শুরু হতেই রাজ্যের বিভিন্ন পিকনিক স্পটের পাশাপাশি বীরভূমের পাহাড়েশ্বর, তিলপাড়া, কঙ্কালীতলা, নীল নির্জন, আমার কুটির সহ বিভিন্ন জায়গায় বাড়ছে পর্যটকদের ভিড়। তবে যারা এই সকল জায়গায় পিকনিক করতে আসছেন তাদের একটি নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। যদি সেই নিয়ম মানা না হয় তাহলে পিকনিকের আনন্দ মাটি হতে পারে।
বীরভূম জেলা পুলিশের তরফ থেকে পিকনিক স্পটগুলি এবং বীরভূমের যে কোন জায়গায় ডিজে বক্স বাজানো নিষিদ্ধ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ডিজে বাক্স এবং শব্দ বিদারক যন্ত্রের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে বীরভূম পুলিশ। এই সকল যন্ত্রের উপর নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় প্রচার চালানো হচ্ছে৷
advertisement
advertisement
এমনকি মাইকিং ব্যানার পোস্টার সবকিছু ব্যবহার করে আগত পর্যটকদের সতর্ক করা হচ্ছে। এরপরেও যদি পর্যটকরা এই সকল বিধি নিষেধ না মেনে পিকনিকে অংশগ্রহণ করেন তাহলে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
advertisement
শুধু সতর্কবার্তা দিয়ে বীরভূম জেলা পুলিশকে থেমে থাকতে দেখা যাচ্ছে না। পাশাপাশি কঠোরভাবে যাতে এই নিয়ম কার্যকর করা যায় তার জন্য ইতিমধ্যেই জনপ্রিয় পিকনিক স্পটগুলিতে পুলিশি প্রহরা শুরু করা হয়েছে। দুবরাজপুরের পাহাড়েশ্বর থেকে শুরু করে সিউড়ির তিলপাড়া সব জায়গাতেই চালানো হচ্ছে অভিযান।
পুলিশের তরফ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে যাতে আদালতের নির্দেশ কোনভাবেই অমান্য না হয় এবং শব্দ দূষণের কারণে যেন অন্য কারও ক্ষতি না হয়।এর পাশাপাশি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ডিজে বক্স অথবা শব্দ বিদারক এই ধরণের যন্ত্র যারা ব্যবহার করবেন তাঁদের বিরুদ্ধে যেমন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, ঠিক সেই রকমই এই ধরনের যন্ত্র ব্যবহার করা হলে তা বাজেয়াপ্ত করা হবে।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Picnic New Rules: পিকনিক করার নামে যা নয় তাই করা! এবার বন্ধ সদা সতর্ক থাকছে পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement